উত্তরবঙ্গ

ছাত্রীর ছবি বিকৃত করে ভাইরাল, আলিপুরদুয়ারের স্কুলে বিক্ষোভ 

সংবাদদাতা, আলিপুরদুয়ার: দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর ছবি বিকৃত করে পর্ণ সাইটে আপলোড করার অভিযোগকে কেন্দ্র করে আলিপুরদুয়ার জেলার একটি স্কুলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ওই স্কুলের প্রাক্তন এক পড়ুয়া ছাত্রীটির ছবি বিকৃত করে বলে অভিযোগ। শুধু আপলোড করাই নয়, অভিযুক্ত প্রাক্তন ওই পড়ুয়া আপলোড করা ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করে দেয় বলে অভিযোগ। 
এই অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার সারাদিন আলিপুরদুয়ারের ওই স্কুলের শিক্ষকদের স্কুলরুমেই তালাবন্দি করে রাখে পড়ুয়ারা। প্রথমে তারা অভিযুক্তের শাস্তির দাবিতে আন্দোলনের অনুমতি চায় স্কুল কর্তৃপক্ষের কাছে। কিন্তু স্কুল চলাকালীন স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের অনুমতি দিতে চায়নি। তারপরেই টিফিনের সময় স্কুলের গেটে তালা দিয়ে শিক্ষকদের আটকে রাখে পড়ুয়ারা। এরপর পড়ুয়ারা স্কুলের পাশে থাকা অভিযুক্ত প্রাক্তন পড়ুয়ার বাড়ির সামনে বসে পড়ে তার শাস্তির দাবিতে দিনভর বিক্ষোভ দেখায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিস গিয়ে পড়ুয়াদের বুঝিয়ে স্কুলের তালা খুলে শিক্ষকদের মুক্ত করে। এরপর সন্ধ্যার দিকে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে এই সাইবার অপরাধের জন্য লিখিত অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগ পেয়েই পুলিস অভিযুক্ত পড়ুয়াকে আটক করে। 
নাম জানাতে অনিচ্ছুক ওই স্কুলের এক শিক্ষক বলেন, ঘটনাটি ঘটেছে স্কুলের বাইরে। সামাজিক অবক্ষয় কোথায় গিয়ে পৌঁছেছে ভাবতেই খারাপ লাগে। পুলিস ঘটনার তদন্ত করছে। পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযোগ প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তর বিরুদ্ধে। 
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা