উত্তরবঙ্গ

বিধান মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলি পুনর্গঠনে ঝাঁপাল পুরসভা

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পোড়া গন্ধ। এখনও দগ্ধ টিন, কাঠ ও দোকানের সামগ্রী ছড়ানো। ঝুলছে পোড়া বিদ্যুতের তার। সেই ধ্বংসস্তূপ সরিয়ে চলছে পুনর্গঠন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজে ঝাঁপিয়েছে শিলিগুড়ি পুরসভা। বিধ্বংসী অগ্নিকাণ্ডের দু’দিন পর মঙ্গলবার এমন ছবি ধরা পড়েছে বিধান মার্কেটে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে চেক প্রদান করা হয় এদিন। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ন’জনকে এক লক্ষ এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ১৪ জনকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। দেবীপক্ষ সূচনার মুখে এমন সহায়তায় উচ্ছ্বসিত ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধান মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলি পুনর্গঠনে তৎপর পুরসভা। সোমবার সন্ধ্যায় তারা সমীক্ষা করে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত দোকানগুলি চিহ্নিত করে। সেই তালিকা ধরেই মঙ্গলবার পুনর্গঠনের কাজে নামে। সকালে ক্ষতিগ্রস্তরা দোকানে পুড়ে যাওয়া টিন, কাঠ, আসবাবপত্র সরান। এরপর পুরকর্মীরা টিন ও কাঠ দিয়ে দোকানগুলি তৈরির কাজে হাত দেন। মেয়র গৌতম দেব বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত পাঁচটি দোকান প্রথমে তৈরি করে দেওয়া হচ্ছে। শীঘ্রই দোকানগুলিতে ব্যবসা শুরু করতে পারবেন ব্যবসায়ীরা। 
এদিন পুনর্গঠনের কাজ তদারকি করেন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক দেবব্রত সাহা। সন্ধ্যায় মেয়র বাজার পরিদর্শন করেন। ব্যবসায়ী সমিতির সম্পাদক বলেন, দোকানগুলির নির্মাণ কাজ প্রায় শেষ। রাতভর কাজ চললে অবশিষ্ট অংশও তৈরি হয়ে যাবে। 
মুখ্যমন্ত্রী ঘোষণা করার ৪৮ ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। রবিবার সন্ধ্যায় মিনি সচিবালয় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করার পর মুখ্যমন্ত্রী বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর থেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছ’জনকে এক লক্ষ টাকা এবং বাকিদের ৫০ হাজার টাকা করে সহায়তা করার কথা ঘোষণা করেন। ওই সন্ধ্যাতেই মেয়রকে নিয়ে বাজারটি পরিদর্শন করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। সেইসময় ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সংখ্যা ন’জন বলে দাবি করেন। প্রশাসন সেই দাবিতেই সিলমোহর দিয়েছে। এদিন ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন মেয়র। তিনি বলেন, আমরা সর্বদাই ব্যবসায়ীদের পাশে রয়েছি। ব্যবসায়ী সমিতির সম্পাদক বলেন, রাজ্য সরকার পাশে দাঁড়ানোয় আমরা খুশি। দু’টি পোশাক, দু’টি টিভি, দু’টি কসমেটিকস, দশকর্মা, জুতো ও প্লাস্টিকের উপকরণ বিক্রির দোকানের মালিকদের এক লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। বাকিরা পেয়েছেন ৫০ হাজার টাকা করে। 
প্রসঙ্গত, গত শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে মার্কেটের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। যার মধ্যে ন’টি দোকান ভস্মীভূত ও ১৪টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে কর্মহীন হয়েছেন প্রায় ৫০ জন। -নিজস্ব চিত্র
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা