উত্তরবঙ্গ

বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন, কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত

সংবাদদাতা, জলপাইগুড়ি: নাবালিকা বোনের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন। ঘটনায় অভিযুক্ত দাদাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল জলপাইগুড়ি পকসো আদালত। সেইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ। মঙ্গলবার বিচারক ইন্দোবর ত্রিপাঠি এই নির্দেশ দিয়েছেন। সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান,লিগ্যাল সার্ভিস অথরিটিকে তিন লক্ষ টাকা দেওয়ারও আদেশ দিয়েছেন বিচারক। 
আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ২০১৯ সালের জুলাই মাসে জলপাইগুড়ি সদর ব্লকে। ওই নাবালিকা তার কাকার বাড়ি বেড়াতে গিয়েছিল। কয়েকদিন থাকার পরে একদিন রাতে বৃষ্টির মধ্যে রাত কাটাতে অভিযুক্ত যুবক কাকার বাড়িতে এসে হাজির হয়। সহকারী সরকারি আইনজীবী বলেন, ওই যুবক পেশায় গাড়ি চালক। নাবালিকার দূরসম্পর্কের দাদা। বাড়িতে ঘর কম থাকার কারণে নাবালিকার কাকিমা যুবককে ঘরের বারান্দায় তাঁর স্বামীর সঙ্গে শোওয়ার পরামর্শ দেন। তাতে সে রাজি না হয়ে ভাই-বোনদের সঙ্গেই এক বিছানায় রাত কাটায়। সেই রাতেই জোর করে নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। তার থেকেই নাবালিকা মানসিকভাবে ভেঙে পড়ে। নাবালিকার দিদি প্রথম জানতে পারে প্রকৃত ঘটনা। 
এরপরেই পরিবারের পক্ষ থেকে জুলাই মাসের ১৯ তারিখ জলপাইগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে বলে জানান আইনজীবী। পুলিস সূত্রে খবর, অভিযোগের পর পকসো আইনে মামলা দায়ের হয়। ২০ তারিখ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে অভিযুক্ত জেল হেফাজতে রয়েছে। 
এদিকে, অভিযুক্তের পক্ষের আইনজীবী জয়দীপ ভৌমিক জানান, তাঁরা এই রায়ের প্রেক্ষিতে হাইকোর্টে যাচ্ছেন। পুজোর আগেই হাইকোর্টে আপিল করা হবে। - নিজস্ব চিত্র।
5d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সঞ্চীয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা