উত্তরবঙ্গ

উত্তর দিনাজপুরে দু’হাজার হেক্টর জমি জলমগ্ন, ফসল নষ্টের আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ভারী মাত্রায় বৃষ্টি না হলেও পাহাড়ি বৃষ্টির জল ঢুকেছে উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ এলাকায়। নেপালের কোশী নদীর জলস্তর বৃদ্ধির পরোক্ষ প্রভাবে জলমগ্ন জেলার বহু চাষের জমি। আর এতেই অন্তত ২০০০ হেক্টর জমির খেতের ফসল নষ্টের আশঙ্কা করছে জেলা কৃষিদপ্তর। জেলার বিভিন্ন অংশ দিয়ে প্রবাহিত কুলিক, নাগর, সুই, টাঙ্গন, মহানন্দা নদী তীরবর্তী কিছু নিচু এলাকায় জল ঢুকেছে। রায়গঞ্জ শহর সংলগ্ন কুলিক নদীর জল ঢুকেছে পক্ষীনিবাসের ক্যানাল সহ আব্দুলঘাটার আশপাশের চাষের খেতে। এর জেরে এদিনই কয়েকটি পরিবার আব্দুলঘাটা বাঁধের রাস্তায় আশ্রয় নিয়েছে। দিন কয়েক আগেই ব্যাপক বৃষ্টিপাতের জেরে নেপালের কোশী নদীর জলস্তর বেড়ে যায়। তার আগে বিপুল পরিমাণ জল দফায় দফায় নেমে আসে সমতলে। যার ফলে এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদীগুলিতে জলস্তর বাড়ে।  করণদিঘি ব্লকের কৃষি বিভাগ সূত্রে খবর, নাগর নদীর তীরে অন্তত ২৫০ হেক্টর কৃষি জমি জলমগ্ন। বেশিরভাগটাই ধানি জমি। আলতাপুর গ্রাম পঞ্চায়েতের বড়ুয়া, কিসমত আলতাপুর, খোয়াসপুর, রাঘোপুর, তেমারপুর এলাকায় চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারজন্য বাংলা শস্যবিমা যোজনার সুবিধা দিতে পৃথক ক্যাম্প করারও প্রস্তুতি নিচ্ছে কৃষিদপ্তর। রায়গঞ্জ ব্লকের কৃষি বিভাগ সূত্রে খবর, অন্তত ১৫০০ হেক্টর চাষের জমি জলমগ্ন হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণের রিপোর্ট অনুযায়ী, ভাতুন, জগদীশপুর, বিন্দোল, শেরপুর, বাহিন, গৌরী, মারাইকুরা, বীরঘই, কমলাবাড়ি ১ ও ২ নম্বর পঞ্চায়েত এলাকার চাষের জমি জলমগ্ন। জেলা কৃষিদপ্তরের সহ অধিকর্তা প্রিয়নাথ দাস বলেন, গত দু’একদিন বৃষ্টি না হলেও কোশী নদীর জল  ঢুকেছে জেলার বিভিন্ন নদীতে। বেড়েছে জলস্তর। তাতে প্রাথমিক পর্যবেক্ষণে আমরা মনে করছি জেলার অন্তত দু’হাজার হেক্টর জমি জলমগ্ন হয়ে গিয়েছে। বেশিভাগটাই ধানের খেত। রায়গঞ্জ, করণদিঘি, ইটাহার ব্লকে বেশি প্রভাব পড়েছে। দ্রুত জল না নামলে আমরা সংশ্লিষ্ট জমির ধান চাষ নষ্টের আশঙ্কা করছি। এদিকে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন জানিয়েছে, কয়েকদিন বৃষ্টিপাত না হওয়ায় বিপুল এলাকা জলমগ্ন হওয়া বা ফসলের ক্ষয়ক্ষতি হওয়া নিয়ে এখনই খুব উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। আগামী কয়েকদিন বৃষ্টি না হলে চাষের খেতের জমা জল ধীরে ধীরে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা