উত্তরবঙ্গ

তিনদিন নৌকা চলাচল বন্ধ হরিশ্চন্দ্রপুরের গোবরায়

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: সুরক্ষার কথা ভেবে তিনদিনের জন্য নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হল হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের বাংলা-বিহার যোগাযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ গোবরা ফেরিঘাটে।
ব্লক প্রশাসন মঙ্গলবার সকাল থেকে ফেরিঘাট বন্ধ করার নির্দেশ দেয় ঘাট মালিক স্বপন কুমার যাদবকে। পাশাপাশি সমস্ত ব্যক্তিগত নৌকা চলাচলও বন্ধ রাখতে বলা হয়েছে। এই সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন এলাকার কয়েক হাজার বাসিন্দা।
এই ঘাট দিয়ে রশিদপুর, উত্তর ভাকুরিয়া, দক্ষিণ ভাকুরিয়া, মিরপাড়া, তাঁতিপাড়া ও কাউয়াডোল সহ বিভিন্ন গ্রামে যাতায়াত করা যায়। ভাকুরিয়া ও দৌলতনগর উচ্চবিদ্যালয় সহ পাঁচটি প্রাথমিকের পড়ুয়া, শিক্ষকরা এই ঘাট দিয়ে নৌকায় যাতায়াত করেন। বিহারের আমদাবাদ ও মায়ামারী সহ একাধিক গ্ৰামের মানুষের একমাত্র ভরসা এই গোবরা ঘাট।
ঘাটমালিক স্বপন কুমার যাদব বলেন, ব্লক প্রশাসন চিঠি দিয়ে পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত। পরিস্থিতির উন্নতি হলে তিনদিন পর পরিষেবা চালু হবে। তবে বিহারের নৌকা চলাচল করছে। 
গোবরাঘাট দিয়ে রোজ প্রায় এক হাজারের বেশি মানুষ যাতায়াত করেন। ঘাটের চারটি এছাড়াও আটটি ব্যক্তিগত নৌকা রয়েছে। হরিশ্চন্দ্রপুর ২ এর বিডিও তাপস কুমার পাল বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফেরিঘাটে তিনদিন নৌকা চলাচল বন্ধ থাকছে। এনডিআরএফ এর তত্ত্বাবধানে চারটি নৌকার ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র জরুরি প্রয়োজনে সেগুলি চলাচল করবে। ত্রাণ, পশুখাদ্য, জল পৌঁছে দেওয়া এবং চিকিৎসার জন্য আপাতত  নৌকাগুলি রাখা হয়েছে।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা