উত্তরবঙ্গ

দুর্গতদের পাশে বিপ্লব, দেখা নেই বিজেপি সাংসদ-বিধায়কদের

সংবাদদাতা, গঙ্গারামপুর: মুখ্যমন্ত্রীর নির্দেশে প্লাবিত বিভিন্ন এলাকার দুর্গতদের পাশে দাঁড়ালেন বিপ্লব মিত্র। তবে জেলার মানুষ যখন বিপদের মুখে, দেখা নেই বিজেপি বিধায়ক ও সাংসদের।
মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমার টাঙন নদীর জলস্তর বেড়েছে প্রায় ১০ সেন্টিমিটার। এদিন এই নদীর জলস্তর ছিল ২৬.৩৫ মিটার। যদিও আত্রেয়ী, পুনর্ভবা ও যমুনা নদীর জলস্তর নিয়ে চিন্তা আপাতত অনেকটাই কমেছে।  নতুন করে এদিন জেলায় কোথাও বাঁধ ভাঙার ঘটনা ঘটেনি বলে বাড়ি ছেড়ে ফ্লাড শেল্টারে যেতে হয়নি নদীপাড়ের বাসিন্দাদের।
উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে সোমবার প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি এলাকায় থেকে মানুষের পাশে থাকার নির্দেশ দেন মন্ত্রীদের। সোমবার জেলায় পৌঁছে বংশীহারি ব্লকের গাঙ্গুরিয়া এলাকায় যান বিপ্লব। 
গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লাকে সঙ্গে নিয়ে মন্ত্রী বংশীহারি ব্লকের ব্রজবল্লবপুর পঞ্চায়েতের মহুগ্রাম, এলাহাবাদের কানাহার পাড়া, জামার ও বুনিয়াদপুর শহরের টাঙন ব্রিজের নীচে দুর্গতদের পাশে দাঁড়িয়ে সরকারি সাহায্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। তারপর গঙ্গারামপুরের নন্দনপুরে যেখানে পুনর্ভবার বাঁধ ভেঙেছিল, সেই যাদববাটী গ্রামে যান মন্ত্রী। তবে, গঙ্গারামপুরে দুর্গতদের পাশে দাঁড়াতে দেখা যায়নি বিজেপি বিধায়ক সত্যেন রায়কে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দিল্লি ও কলকাতায় রাজনীতি করতে গিয়ে জেলার মানুষের পাশে নেই বলে অভিযোগ করছেন অনেকে। বুনিয়াদপুরের বাসিন্দা নিরুপমা হালদারের দাবি, দু’দিন ধরে ব্রিজের পাশে রয়েছি। জেলা প্রশাসন সোমবার ত্রাণ দিয়েছে। তার আগে কোনও নেতা, মন্ত্রীকে দেখতে পাইনি। বিজেপির কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। ওরা শুধু ভোটের সময় আসে।   
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে,বংশীহারি ব্লকে প্রায় ২০০ পরিবার ফ্লাড শেল্টারে উঠেছে। কমিউনিটি কিচেনে তাঁদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গঙ্গারামপুর ও কুশমণ্ডি ব্লকে নদীর জল বাড়লেও কোনও পরিবারের শেল্টারে আসার প্রয়োজন পড়েনি। বিপ্লব বলেন, সকাল থেকে মহকুমা শাসককে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। জেলার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট পাঠাব। 
জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরীর মন্তব্য, বিধায়ক বিধানসভায় গিয়েছেন। সাংসদ শুক্রবার জেলায় ঢুকে দুর্গতদের পাশে দাঁড়াবেন। দলের তরফে সবরকম সাহায্য করছি। (বংশীহারির জামার এলাকায় বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন মন্ত্রী বিপ্লব মিত্র। -নিজস্ব চিত্র)
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা