উত্তরবঙ্গ

বালুরঘাটে পুজোর আগে ধর্মঘট তুলে নিলেন বাস মালিকরা, স্বস্তি

সংবাদদাতা, পতিরাম: প্রশাসনের অনুরোধ ও পুজোর কথা ভেবে অবশেষে সাত দিন পর ধর্মঘট তুলে নিলেন বাস মালিকরা। সোমবার সন্ধ্যায় জেলাশাসকের সঙ্গে বৈঠকের পরই এমন সিদ্ধান্ত নিয়েছে বালুরঘাট মোটর্স ওনার্স অ্যাসোসিয়েশন। ফলে মঙ্গলবার থেকেই বাসের পরিষেবা স্বাভাবিক হয়েছে। প্রথম দিন পরিষেবা চালু হতেই পকেট রুটের বাসগুলিতে ভিড় দেখা গেল। প্রশাসনের কাছে লাগাতর টোটো নিয়ন্ত্রণের জন্য দাবি জানিয়ে আসছেন বাস মালিকরা। সেই দাবিমতো টোটো নিয়ন্ত্রণে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে প্রশাসন। 
দক্ষিণ দিনাজপুর জেলা আঞ্চলিক পরিবহণ দপ্তরের আধিকারিক অনুপম চক্রবর্তী বলেন, আমরা বাস মালিকদের অনুরোধ জানিয়েছিলাম। তাঁরা বাস পরিষেবা স্বাভাবিক রেখেছেন। টোটোর নিয়ন্ত্রণে আমরা একাধিক পদক্ষেপ করেছি। মাইকিং চলছে। আগামীতে জাতীয় সড়ক টোটোমুক্ত করা হবে। আমরা লাগাতার অভিযান চালাব। বালুরঘাট মোটর্স ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মানস চৌধুরী বলেন, আমরা গতকাল জেলাশাসকের সঙ্গে বৈঠক করেছি। প্রশাসন বেশকিছু উদ্যোগ নিয়েছে। এছাড়া আমাদের নানা রকম আশ্বাস দিয়েছে। তাই পুজোর মধ্যে মানুষের ভোগান্তির কথা ভেবে এই ধর্মঘট তুলে নিচ্ছি। হিলির এক অফিস কর্মী প্রবাল সরকার বলেন, সাত দিন ধরে আমরা বাস না পেয়ে চরম ভোগান্তির মুখে পড়েছিলাম। এদিন থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ায় স্বস্তি পাচ্ছি। 
প্রশাসন জানিয়েছে, পতিরামের রোলার মোড় থেকে পাগলিগঞ্জ মোড় পর্যন্ত টোটো মুক্ত জোন করা হবে। বাস মালিকদের দাবি, বালুরঘাট শহরের থানা মোড় থেকে অটোর স্ট্যান্ড সরাতে হবে। টোটোর শোরুমগুলিতে লাগাতার নজরদারি চালাতে হবে। অবৈধ টোটো পেলেই তা বাজেয়াপ্ত করতে হবে। টোটোর দৌরাত্ম্যের কারণে বাস মালিকরা সমস্যায় পড়েছেন। তাঁরা যাত্রী পাচ্ছেন না। তাই তাঁরা বাস ধর্মঘট ডেকেছিলেন। সমস্ত পকেট রুটে বাসের পরিষেবা বন্ধ ছিল। ফলে যাত্রীরা ভোগান্তির মুখে পড়েছিলেন। এদিকে চাপে পড়ে অভিযান চালিয়ে টোটোর দু’টি শোরুম বন্ধ করে দিয়েছে প্রশাসন। এতে কিছুটা সন্তুষ্ট বাস মালিকরা। তাই তারা প্রশাসনের কাছে একাধিক দাবি রেখেই বাস ধর্মঘট তুলে নিয়েছে। দাবি পূরণ না হলে ফের তাঁরা আন্দোলন নামবেন বলে বাস মালিকরা জানিয়েছেন। 
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা