উত্তরবঙ্গ

বাড়তি রোজগারের আশায় শোলাশিল্পীরা

গোপাল সূত্রধর, পতিরাম: প্লাস্টিকের দাপটে হারিয়ে যেতে বসেছে শোলা শিল্প। কিন্তু এখনও বালুরঘাটের বেশকিছু শিল্পী ধরে রেখেছেন সেই কাজ। সারাবছর তেমন আয় না হলেও দুর্গাপুজোয় বাড়তি রোজগার করছেন অনেকে। কেউ আবার বংশপরম্পরায় শোলার কাজ চালিয়ে যাচ্ছেন।
দুর্গাপুজো উপলক্ষে পাড়ায় পাড়ায় প্যান্ডেল করে প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিমার সাজের জন্য শোলার অলঙ্কার প্রয়োজন। ফলে বালুরঘাট সহ আশেপাশের এলাকায় শোলার কাজ চলছে জোরকদমে। মূলত প্যান্ডেলের জন্য শোলা দিয়ে বিভিন্ন নকশা বানাচ্ছেন মহিলারা। বালুরঘাট ব্লকের বোয়ালদার এলাকার প্রবীণ গণেশ মণ্ডল বলেন, আমাদের কয়েক প্রজন্ম শোলার কাজ করছি। সারাবছর তেমন লাভ হয় না। তবে দুর্গাপুজোর সময় কিছুটা কদর বাড়ে। এবছর শোলা দিয়ে ফুল, ঠাকুরের মুকুট সহ বিভিন্ন সরঞ্জাম বানাচ্ছি। সেগুলি আশেপাশের পুজো কমিটিগুলিকে দেব। পুকুর, ডোবা ভরাট হয়ে যাওয়ায় এখন শোলা সংগ্রহ করা ঝক্কির কাজ হয়ে দাঁড়িয়েছে। বালুরঘাটের দুর্লভপুরের শিবারানি মণ্ডলের কথায়, এখন শোলা সেভাবে পাওয়া যায় না। আশেপাশের গ্রামে পুকুর, ডোবা থেকে কোনওরকমে শোলা জোগাড় করে কাজ চালিয়ে যাচ্ছি। বছরের অন্যান্য সময় কৃষিকাজ করি। কিন্তু দুর্গাপুজোর আগে বাবার শেখানো শোলার কাজ করে বাড়তি কিছু রোজগার হয়। এছাড়া প্যান্ডেলে শোলার কারুকার্য করেও উপার্জন করছে মহিলারা। এবিষয়ে বালুরঘাট শহরের কাকলি রবিদাস ও প্রিয়া দত্ত বলেন, পুজোর আগেই একমাত্র এই কাজগুলি পাই। যা আয় হয়, সেই টাকায় ছেলেমেয়েদের আবদার মেটাতে পারি। করোনার জন্য গত কয়েক বছর সেভাবে কাজ ছিল না। এবছর মনে হচ্ছে রোজগার বাড়বে।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা