উত্তরবঙ্গ

প্রতিমা তৈরির সামগ্রীর দাম বাড়লেও পুরনো দরেই বায়না, চিন্তায় ময়নাগুড়ির মৃৎশিল্পীরা

সংবাদদাতা, ময়নাগুড়ি: কালো মাটির দাম বেড়েছে। দামের পারদ চড়েছে প্রতিমা তৈরির অন্য সরঞ্জামেরও। তাতেই ময়নাগুড়ির মৃৎশিল্পীদের মাথায় হাত পড়েছে। অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে প্রচুর শিল্পী আগের তুলনায় অনেক কম সংখ্যক প্রতিমা তৈরি করছেন। পুজো কমিটিগুলিও নতুন দরের বদলে পুরনো দামে বায়না করায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে মৃৎশিল্পীদের। 
ব্লকে প্রায় দু’শতাধিক মৃৎশিল্পী রয়েছেন। শিল্পীরা জানিয়েছেন, প্রতিমা তৈরির সরঞ্জামের দাম বেড়েছে। তাই বিশ্বকর্মা মূর্তিও কম সংখ্যক বানানো হয়েছে। ময়নাগুড়ির রামসাই গ্রাম পঞ্চায়েতের কালামাটি, শিলিগুড়ির ঘোষপুকুর থেকে কালো মাটি আসে। গত বছর এক পিকআপ ভ্যান কালো মাটির দাম ছিল চার হাজার টাকা। সেখানে এবার তা বেড়ে ছয় হাজার টাকা হয়েছে। মৃৎশিল্পীদের হাজিরাও বৃদ্ধি পেয়েছে। রংয়ের দাম ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতিমা তৈরির গয়না থেকে শুরু করে শাড়ি সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। সুতলিতে কেজি প্রতি পাঁচ টাকা বেড়েছে। 
ময়নাগুড়ির মৃৎশিল্পী সঞ্জীব রায় বলেন, যেভাবে দাম বাড়ছে তাতে অতিরিক্ত প্রতিমা বানানো সম্ভব নয়। এবছর ৪৬টি বিশ্বকর্মা মূর্তি বানিয়েছি। গতবছর ৯৬টি মূর্তি বানিয়েছিলাম। গতবছর দুর্গাপ্রতিমা বানিয়েছিলাম ২৭টি। এবার সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় মাত্র ১৮টি প্রতিমা বানাচ্ছি। প্রতিমা তৈরি করতে  কালো মাটির প্রয়োজন। মাটির দাম গাড়ি প্রতি ২০০০ টাকা বেড়েছে। 
এই ব্যাপারে মৃৎশিল্পী ইউনিয়নের ময়নাগুড়ি ব্লকের সভাপতি গুণেশ্বর রায় বলেন, প্রত্যেকটি সামগ্রীর দাম বেড়েছে। যাঁরা প্রতিমার বায়না দিতে আসছেন তাঁরাও এই বিষয়গুলি সম্পর্কে অবগত নন। সামগ্রীর অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য কম সংখ্যক প্রতিমা বানাতে হচ্ছে। এভাবে দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের  সমস্যায় পড়তে হচ্ছে। তাই কিছুটা চিন্তিত বটেই। কিন্তু উপায় তো নেই। তাই কাজ চালিয়ে যাচ্ছি।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা