উত্তরবঙ্গ

পুজোর দিনগুলিতে খাবারের নতুন আইটেম মিলবে আদিনা ইকোপার্কে

মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: বছর খানেক আগের কথা। দুর্গাপুজোর চারদিন আদিনা ইকোপার্কে ভিড় উপচে পড়েছিল। স্বর্নিভর গোষ্ঠী পরিচালিত পার্কের খাদ্যছায়া ক্যান্টিনেও দেখা গিয়েছিল একই ছবি। তবে, পর্যাপ্ত খাবার না পেয়ে হতাশ হয়ে ফিরতে হয়েছিল পর্যটকদের। সেই ‘ভুল’ থেকে শিক্ষা নিয়ে পুজোর কয়েকদিন একাধিক পরিকল্পনা নিয়ে নামছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয় সেজন্য ব্লক প্রশাসনও তৈরি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইকোপার্কের সৌন্দর্যায়নে জোর দেওয়া হবে। আগাছা কেটে সাফসুতরো করার পাশাপাশি পুজোর কয়েক দিন টিকিট কাউন্টার সহ ইকোপার্কে কর্মী সংখ্যা বাড়ানো হবে। 
গতবছর পুজোর চারদিন ইকোপার্কে দেড় লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছিল। এর মধ্যে পার্কে প্রবেশের টিকিট বিক্রি করে আয় হয়েছিল লক্ষাধিক টাকা। বাকিটা বোটিং, ব্যাটারি চালিত গাড়ি সহ অন্যান্য ক্ষেত্র থেকে পেয়েছিল স্থানীয় প্রশাসন। তারপর ধীরে ধীরে ইকো পার্ক আরও সাজিয়ে তোলা হয়েছে। এবার পর্যটক বাড়বে বলে প্রশাসনের আশা। ইকোপার্কের খাদ্যছায়া ক্যান্টিনের দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য অঞ্জলি মুর্মু বলেন, গত বছর প্রথম দায়িত্ব নিয়েছিলাম বলে বিষয়টি বুঝতে পারিনি। বহু পর্যটক পার্কে ঘোরার পর খাবার না পেয়ে ফিরে গিয়েছিলেন। এবার ভুল শুধরে আমরা সবরকম ব্যবস্থা রাখছি। নতুন কিছু আইটেম রাখা হবে। দাম বৃদ্ধির পথে হাঁটব না। জেলা ও ব্লক প্রশাসন সবসময় পাশে রয়েছে বলে ভালো পরিষেবা দিতে পারছি। গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন, পুজোতে পার্ক সাজানো হবে। 
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা