উত্তরবঙ্গ

বংশীহারিতে মৃত্যু ভারতের দীর্ঘতম মহিলা সিদ্দিকার

সংবাদদাতা, গঙ্গারামপুর: বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকে ভারতের দীর্ঘতম মহিলা সিদ্দিকা পারভিনের (৩৬) মৃত্যু হল। বাড়ি ওই এলাকায়। দীর্ঘদিন থেকেই হরমোন জনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন সিদ্দিকা। মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পরিবারের লোক প্রথমে তাঁকে বংশীহারি রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন সকালে তাঁর মৃত্যু হয়েছে। 
আগে কলকাতার পিজি হাসপাতাল ও দিল্লির এইমসেও চিকিৎসা হয়েছিল সিদ্দিকার। তারপর অসুস্থ হয়ে বাড়িতেই থাকতেন তিনি। সিদ্দিকার উচ্চতা ছিল ৭ ফুট ৮ ইঞ্চি। ওজন ১৮০ কেজি। দেহের ওজন বৃদ্ধি পাওয়ায় সোজা হয়ে হাঁটতে পারতেন না। হামাগুড়ি দিয়ে নিজের প্রয়োজনীয় কাজ করতেন। সিদ্দিকার বাবা আফাজুদ্দিন মিয়াঁ একজন কৃষক। তিনি বলেন, মেয়ের প্রতিদিন প্রায় ৫ কেজি চালের ভাত লাগত। মেয়ের খাওয়ার জোগাড় করতে হিমশিম খেতে হত।  বংশীহারি ব্লকের তরফে প্রত্যেক মাসে ৩০ কেজি চাল দেওয়া হত মহিলাকে। বংশীহারি পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ বলেন, সিদ্দিকা দীর্ঘদিন জটিল রোগে ভুগছিলেন। আমরা তাঁর খাবারের জন্য চালের ব্যবস্থা করে দিতাম। সঙ্গে তার চিকিৎসার বিষয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম। তাঁর মৃত্যুতে পরিবারকে সমবেদনা জানিয়েছেন সমিতির সভাপতি। সিদ্দিকার মামা মামা মোক্তারুল মিয়াঁ বলেন, জটিল সমস্যায় ভুগে ভাগ্নি অল্প বয়সেই  মারা গেল।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা