উত্তরবঙ্গ

দেওয়ানগঞ্জ শিশু উদ্যান বেহাল, নজর নেই পঞ্চায়েত সমিতির

সংবাদদাতা, হলদিবাড়ি: দীর্ঘদিন ধরেই বেহাল হলদিবাড়ি ব্লকের গ্রামীণ এলাকার একমাত্র শিশু উদ্যানটি। দেওয়ানগঞ্জ হাইস্কুল সংলগ্ন দেওয়ানগঞ্জ শিশু উদ্যানের এমন দশা মেনে নিতে পারছেন না স্থানীয়রা। তাঁদের অভিযোগ, হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির নজরদারির অভাবেই ধ্বংসের দিকে এগচ্ছে উদ্যানটি। শুধু তাই নয়, সন্ধ্যা নামলেই পার্কে বসছে মদের আসর। ভয়ে কেউ প্রতিবাদ করতে যান না। 
বাম আমলে বনদপ্তরের উদ্যান ও কানন বিভাগ হলদিবাড়ি-দেওয়ানগঞ্জ রাজ্য সড়কের ধারে পার্কটি তৈরি করেছিল। ১৯৮১ সালে গড়ে ওঠার পর ১৯৯৬ সালে একবার সংস্কার করা হয়। এরপর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় পঞ্চায়েত সমিতি। কিন্তু, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকে উদ্যানের দেখভালে ভাটা পড়ে বলে অভিযোগ। শিশুদের বিনোদনের জন্য দোলনা, ঢেঁকি সহ অন্যান্য খেলার সামগ্রীর অধিকাংশই ভেঙে গিয়েছে। লোহার কিছু খেলার সরঞ্জাম চুরি হয়ে গিয়েছে। সীমানা পাঁচিল ভেঙে যাওয়ায় গোরু, ছাগলের অবাধ বিচরণ। উদ্যান চত্বরে স্থানীয়দের কেউ কেউ কাপড় শুকোতে দেন। পার্কে যত্রতত্র পড়ে থাকতে দেখা যায় মদের খালি বোতল। 
স্থানীয় বাসিন্দা ধ্রুব রায় বলেন, একসময় উদ্যানে শিশুদের খেলার বিভিন্ন সরঞ্জাম ছিল। পাতাবাহার, দেবদারু সহ মরশুমি ফুলের বাহারে সুসজ্জিত থাকত উদ্যান। শিশুদের পছন্দের জায়গা ছিল এটি। রক্ষণাবেক্ষণের জন্য একজন কর্মীও ছিলেন। পরবর্তীতে তাঁকে পঞ্চায়েত সমিতির অফিসে স্থানান্তর করা হয়। তারপর থেকেই পরিত্যক্ত হয়ে পড়েছে পার্কটি। 
হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় বলেন, পার্কটি উজ্জীবিত করতে পরিকল্পনা নেওয়া হয়েছে। হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রাই বলেন, ওই এলাকায় প্রায় অভিযান চালাই। মদের আসর বন্ধ করতে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা