উত্তরবঙ্গ

দিনভর বৃষ্টিতে নাজেহাল বাসিন্দারা পুরসভার চেষ্টায় দ্রুত নামল জল

সংবাদদাতা, পতিরাম: দক্ষিণ দিনাজপুর জেলায় সকাল থেকেই বৃষ্টি। কখনও মুষলধারে, আবার ঝিরিঝিরি বৃষ্টিতে বালুরঘাট শহরের নানা ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। ফলে ভোগান্তির শিকার হলেন বাসিন্দারা।
তবে মূল রাস্তাগুলিতে জল জমলেও দ্রুত নেমে যায় পুরসভার কর্মীদের উদ্যোগে। বর্ষার আগেই শহরের বড় ড্রেনগুলি সংস্কার করা হয়েছে। ফলে মূল রাস্তাগুলিতে যেখানে এক হাঁটু জল জমত, এখন আর সেই সমস্যা নেই। পুরসভার এমসিআইসি মহেশ পারেখ বলেন, বড় ড্রেনগুলি সংস্কার হওয়ায় মুষলধারে বৃষ্টি হলেও দ্রুত জল নেমে যাচ্ছে। শহরের কোথাও বেশি জল জমার খবর নেই। যদি বেশি বৃষ্টি হয়, তার জন্য আমরা বিপর্যয় মোকাবিলা টিমকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। 
এদিনের বৃষ্টিতেও বালুরঘাট শহরের থানা মোড়, ত্রিধারা, হাইস্কুল মাঠ, রঘুনাথপুর সাহেব কাছারী, প্রাচ্যভারতী, দিপালী নগর, খিদিরপুর সহ বিভিন্ন জায়গায় জল জমে যায়। বিশেষ করে অলিগলিতে জল জমে থাকায় দুর্ভোগ বাড়ছে। শহরের অনেক বেহাল রাস্তায় জল জমে চলাচলের সমস্যা হয়।
ত্রিধারা ক্লাব এলাকার ত্রিদীপ দেব বলেন, দিনভর বৃষ্টির জন্য বাড়ি থেকে বের হতে পারছি না। আমাদের এই রাস্তায় হাঁটুজল জমেছিল। তবে দ্রুত জল নেমে গিয়েছে। শুনেছি, কয়েকদিন বৃষ্টি চলবে। ভোগান্তি বাড়তে পারে।
বালুরঘাট মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, শুক্রবার রাত ৮.৩০ থেকে সকাল ৮:৩০ পর্যন্ত  ৫৫.৪ মিলিমিটার এবং শনিবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ৪০.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞ সুমন সূত্রধর বলেন, ৭ আগস্ট পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। (বালুরঘাটের রাস্তায় জমেছে জল। - নিজস্ব চিত্র।)
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা