উত্তরবঙ্গ

বাংলাদেশের জেল থেকে মুক্তি, ফিরলেন অসমের দুই বাসিন্দা

সংবাদদাতা, মেখলিগঞ্জ: বেআইনিভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দীর্ঘদিন সেদেশে জেলবন্দি ছিলেন অসমের হায়রাজ আলি ওরফে বাবু এবং আব্দুল কাদের। জেলে সাজার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর শনিবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাঁরা ভারতের মাটিতে পা রাখলেন। বাংলাদেশ প্রশাসনের তরফে অসমের ধুবড়ি জেলার ওই দুই বাসিন্দাকে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এদিন ভারতীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। হস্তান্তরের সময় সীমান্তে উপস্থিত ছিলেন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সুরজিত বিশ্বাস, বিএসএফের ১৫১ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার বিজয় কাহার প্রমুখ। 
বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে হায়রাজ আলি বলেন, খুবই ভালো লাগছে। সীমান্তের কাছে একদিন নদীতে মাছ ধরার সময় বিজিবি’র জওয়ানরা আমাকে আটক করে নিয়ে যায়। এরপর সেদেশের কুড়িগ্রাম জেলে আমাকে আড়াই বছর বন্দি থাকতে হয়। অবশেষে সাজার মেয়াদ শেষ হওয়ায় ঘরে ফিরছি। 
এদিকে হায়রাজ আলির সঙ্গে জেল থেকে ছাড়া পেয়েছেন আব্দুল কাদের। তাঁকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে চ্যাংরাবান্ধা চেকপোস্টে এদিন হাজির হয়েছিলেন তাঁর দাদা নুর আলম। তিনি বলেন, ভাই মানসিক ভারসাম্যহীন। অনেকদিন নিখোঁজ থাকার পর এনিয়ে আমরা স্থানীয় পুলিস-প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। অবশেষে তিন বছর পর ভাই দেশে ফিরল। চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সুরজিৎ বিশ্বাস বলেন, আন্তর্জাতিক নিয়মকানুন মেনে অসমের দুই ব্যক্তিকে বাংলাদেশ থেকে এদিন ভারতে ফেরান হল। এদিনই তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। - নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা