উত্তরবঙ্গ

ভিনরাজ্যে আলু পাঠাতে বাধা, ক্ষোভে সড়ক অবরোধ ধূপগুড়িতে

সংবাদদাতা, ধূপগুড়ি: অন্যরাজ্যে আলু পাঠাতে বাধা দিচ্ছে প্রশাসন। শনিবার এমন অভিযোগে ধূপগুড়িতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন আলু চাষিরা।  বিক্ষোভে এশিয়ান হাইওয়ে-৪৮ এর উপর বিরাট যানজট বেধে যায়। পুলিস অবরোধ তুলতে এলে আলু চাষিরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। পরে ধূপগুড়ি মহকুমা পুলিস আধিকারিকের আশ্বাসে চাষিরা অবরোধ তুলে নেন। এসডিও পুষ্পা দোলমা লেপচা বলেন, চাষিরা আমার কাছে তাদের দাবি নিয়ে এসেছিল। সেগুলি ওদের লিখিতভাবে আনতে বলেছি।
সম্প্রতি, চড়া দামে আলু বিক্রি হওয়ায় দামে রাশ টানার উদ্যোগ নেয় প্রশাসন। স্থানীয় চাহিদা মেটাতে হিমঘর থেকে অন্যরাজ্যে আলু পাঠানো বন্ধে নজরদারি শুরু হয়। এদিকে হিমঘরের আলু রপ্তানি করতে না পারলে ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় চাষিরা। তাই ভিনরাজ্যে আলু পাঠাতে দেওয়ার দাবিতে ধূপগুড়ি ব্লক আলুচাষি এক্যমঞ্চ-র ব্যানার নিয়ে ধূপগুড়ি চৌপথিতে অবরোধে সামিল হন কৃষকরা। তারা আলু রাস্তায় ফেলে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ,বাইরে আলু পাঠানোর উদ্যোগ নিলেই পুলিস ও প্রশাসন গাড়ি আটকে দিচ্ছে।  বিশ্বজিৎ রায় নামে এক আলুচাষি বলেন, আলু বাইরের রাজ্য পাঠাতে দেওয়া হচ্ছে না। এই সময় আমরা আলু না বিক্রি করতে না পারলে ক্ষতির মুখে পড়ব। মহম্মদ রাজু হোসেন, ইসমাইল হোসেন নামে অবরোধকারীদের কথায়, হিমঘরে প্রচুর আলু মজুত রয়েছে। তাতে স্থানীয় চাহিদা মিটে যাবে। তা সত্ত্বেও অন্যরাজ্যে আলু রপ্তানি করতে দিচ্ছে না প্রশাসন। আলু বাইরের রাজ্য যেতে দেওয়া না হলে আমরা বড়সড় আন্দোলনে নামতে বাধ্য হবে‌। কৃষকরা যদি আলুর দাম না পায় তাহলে আলু চাষে উৎসাহ হারাবেন। যদিও পরে ঘটনাস্থলে এসে ধূপগুড়ি মহকুমা পুলিস আধিকারিক গ্যালসেন লেপচা অবরোধ তুলে দেন। যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা