উত্তরবঙ্গ

ঘাট মালিকদের চক্রান্তে গঙ্গায় নৌকা চলাচল বন্ধ, অভিযোগ মাঝিদের

সংবাদদাতা, মানিকচক: মানিকচকের আন্তঃরাজ্য সীমানায় প্রায় ২১ দিন ধরে বন্ধ নৌকা চলাচল। নৌকা পরিষেবা তুলে দিয়ে লঞ্চ পরিষেবা টিকিয়ে রাখতে চক্রান্ত করছেন ঘাট মালিকরা, এমনটাই অভিযোগ মাঝিদের। যদিও গঙ্গার জল বাড়ায় নৌকা চলাচলবন্ধ রয়েছে বলে পাল্টা দাবি ঘাট কর্তৃপক্ষের।
মানিকচক ঘাট বাংলা ও ঝাড়খণ্ডের সীমানায়। নৌকা ও লঞ্চের মাধ্যমে যাত্রী ও যানবাহন পারাপার করা হয় গঙ্গার উপর দিয়ে। প্রতিদিন দু’প্রান্তের কয়েক হাজার মানুষ কাজ ও চিকিৎসার সুবাদে যাতায়াত করেন। শতাধিক যানবাহনও পারাপার হয় লঞ্চের মাধম্যে। মানিকচক ঘাটে প্রায় ৩৫টি যাত্রীবাহী নৌকা ও তিনটি লঞ্চ পারাপার করে। একমাস আগে গঙ্গার জল বাড়ার কারণে বন্ধ করা হয়েছিল নৌকায় যাত্রী পারাপার। তবে বন্ধ করা হয়নি লঞ্চ পরিষেবা। বর্তমানে গঙ্গা আগের থেকে শান্ত। তারপরও বন্ধ করে রাখা হয়েছে নৌকায় পারাপার। মাঝিদের অভিযোগ, জেলা প্রশাসন বলছে নৌকায় গঙ্গা পারাপারে কোনও নিষেধাজ্ঞা নেই। কিন্তু নৌকা নিয়ে ওপারে গেলে ঝাড়খণ্ডের পুলিস আটকে দিচ্ছে। মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, বৈধভাবে নৌকা চলাচল শুরু করতে পদক্ষেপ করা হবে। 
স্থানীয় মাঝি বিশ্বনাথ ঘোষ বলেন,আমরা নৌকা চালিয়েই দিনযাপন করি।  ২১ দিন ধরে নৌকায় পারাপার বন্ধ থাকায় আর্থিক সংকট দেখা দিয়েছে। আর এক মাঝি গণেশ মণ্ডলের কথায়, মানিকচক ঘাটে নৌকা চলাচল সম্পূর্ণ বন্ধ করতে চক্রান্ত চলছে। বিষয়টি লিখিতভাবে জেলা ও ব্লক প্রশাসনকে জানিয়েছি। ঘাট মালিকদের পক্ষে রাজা সিং বলেন, গঙ্গার জল বাড়ায় প্রশাসনের আধিকারিকরা নৌকা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। প্রশাসন চাইলে নৌকা পারাপার আবার শুরু করতে পারে। আমাদের কোনও আপত্তি নেই। আগামী কয়েকদিনের মধ্যে নৌকা চলাচল শুরু না হলে মানিকচক ঘাটে বিক্ষোভ প্রদর্শন ও লঞ্চ পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মাঝিরা।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা