উত্তরবঙ্গ

মানিকচকে কংগ্রেস কার্যালয়ের সামনের জায়গা দখলের অভিযোগ

সংবাদদাতা, মানিকচক: মানিকচকে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ের জায়গা দখলের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। কংগ্রেস নেতৃত্বের দাবি, জোর করে কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনের জায়গা দখল করেছে তৃণমূল নেতা ও তাঁর সিভিক ভলান্টিয়ার ভাই। 
মানিকচক ব্লকের চৌকি মিরদাদপুর পঞ্চায়েতের শ্যামপুর গ্রামে রাজ্য সড়কের পাশেই রয়েছে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়। ১৯৮৩ সালে এবিএ গনি খান চৌধুরীর হাতে উদ্বোধন হয় এই দলীয় কার্যালয়। অভিযোগ, গত বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার শেখ পিন্টু, শেখ রিন্টুর পরিবার জোর করে দলীয় কার্যালয়ের সামনের জায়গায় দোকান বানায়। পিন্টু ও রিন্টু পঞ্চায়েতের তৃণমূল সদস্য মহম্মদ ফারুকের ভাই। খবর পেয়ে মানিকচক ব্লক কংগ্রেস সভাপতি সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্ব দোকান নির্মাণে বাধা দেয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস। মানিকচক থানায় লিখিত অভিযোগ করে কংগ্রেস।
মানিকচক ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি বরকত আলি বলেন, আমাদের দলীয় কার্যালয়ের সামনে জোর করে জায়গা দখল করেছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইয়েরা। যার মধ্যে একজন আবার সিভিক ভলান্টিয়ার। আমরা থানায় অভিযোগ করেছি। জমি দখলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন চৌকি মিরদাদপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য মহম্মদ ফারুক। তিনি বলেন, আমি বা আমার ভাইয়েরা জায়গা দখল করতে যাব কেন? ওই জায়গা তো পূর্তদপ্তরের। তৃণমূলের বদনাম করতে ও আমাদের ফাঁসাতে মিথ্যে অভিযোগ করছে কংগ্রেস। মানিকচক থানার এক আধিকারিক বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।- নিজস্ব চিত্র।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা