উত্তরবঙ্গ

আইহোতে আবর্জনা জমে বেহাল নিকাশি, সামান্য বৃষ্টিতেই হাঁটুজলে ক্ষোভ

সংবাদদাতা, হবিবপুর: স্বস্তির বৃষ্টিও যেন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বাসিন্দাদের কাছে। নিকাশি ব্যবস্থার বেহাল দশায় জেরবার আইহোবাসী। হবিবপুর ব্লকে আইহো গ্রাম পঞ্চায়েতের বক্সিনগর এলাকার বিবেকানন্দপল্লি, ভড়পাড়া ও সোনামণিতলায় জলযন্ত্রণা ভোগ করছেন বাসিন্দারা। বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের নিজের এলাকায় নিকাশি ব্যবস্থার এই হাল দেখে ক্ষুব্ধ এলাকাবাসী। যদিও প্রধান বাসনা মণ্ডলের বক্তব্য, তিনটি পাম্প চালিয়ে জল বের করে দেওয়ার চেষ্টা চলছে। 
জল জমে থাকায় প্রায় ৮০টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। বাড়ি থেকে বেরনোই দায় হয়ে পড়েছে বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা চিন্ময় সিনহা বলেন, রাস্তায় এক হাঁটু জল। এই জল কারও বাড়ির উঠোনেও ঢুকে গিয়েছে। অল্প বৃষ্টিতেই জল জমে এই অবস্থা। টানা বৃষ্টি হলে সবার বাড়িতে জল ঢুকে পড়তে পারে। কেন জল জমছে? বাসিন্দাদের বক্তব্য, নিকাশিনালার মুখে অনেক আবর্জনা জমে থাকায় বৃষ্টির জল বের করে দেওয়া যাচ্ছে না। অবিলম্বে পুরো পঞ্চায়েত এলাকায় স্থায়ী নিকাশি ব্যবস্থা করা হোক, দাবি ভুক্তভোগীদের।
বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত বোর্ড কেন বৃষ্টির জল বের করে দিতে পারছে না, প্রশ্ন তুলেছে তৃণমূল। এলাকার নিকাশিনালার জল বের করে দেওয়ার জন্য মালদহ-নালাগোলা রাজ্য সড়কের নীচে একটি পাইপ বসানো রয়েছে। এলাকার নিকাশি নালার জল সেই পাইপ দিয়ে বেরিয়ে যায়। কিন্তু সেই পাইপ এখন আবর্জনায় বন্ধ হয়ে রয়েছে। ফলে নিকাশিনালার জল বের হতে পারছে না। বেশ কয়েকটি গ্রামে জল জমে থাকছে। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য অমৃত হালদারের কথায়, দীর্ঘদিন ধরে পাইপ পরিষ্কার না করার জন্যই জল বেরিয়ে যেতে পারছে না। 
সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন বিজেপির প্রধান বাসনা। দ্রুত স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছে প্রধান বলেছেন, দুর্গাপুজোর পর ছাগলহাট থেকে টাঙন নদী পর্যন্ত ১৭০ মিটার একটি নালা নির্মাণ করা হবে। তা হয়ে গেলেই আর জল জমবে না। - নিজস্ব চিত্র।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা