উত্তরবঙ্গ

‘অদৃশ্য’ ডিভাইডারে আতঙ্ক, বারবার দুর্ঘটনা

সংবাদদাতা, গঙ্গারামপুর: বুনিয়াদপুর শহরের পীরতলা এলাকায় ৫১২ নং জাতীয় সড়কে বেহাল ট্রাফিক ব্যবস্থা। ‘অদৃশ্য’ ডিভাইডারের জন্য ঘটে চলেছে পথ দুর্ঘটনা। শুক্রবার রাতে জাতীয় সড়কের ডিভাইডার বুঝতে না পেরে পুরসভার লাইট পোস্টে ধাক্কা মেরে বালুরঘাটগামী একটি পণ্যবাহী ট্রেলার উল্টে যায়।
ট্রাফিক সিগন্যাল না থাকায় পুরসভার লাইট পোস্টের ডিভাইডার আগে থেকে চালকরা বুঝতে পারেন না বলে অভিযোগ স্থানীয়দের। পণ্যবাহী ট্রেলার জাতীয় সড়কে উল্টে যাওয়ায় সেটির ব্যাপক ক্ষতি হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন চালক। এই ঘটনায় প্রায় ৮ ঘণ্টার বেশি  জাতীয় সড়কের একদিক বন্ধ থাকে। দুর্ঘটনার পর ট্রাফিক বিভাগের গাফিলতিকেই দায়ী করছেন এলাকার  মানুষ।
হরিরামপুর ট্রাফিক ওসি জয়োৎপল বিশ্বাস বলেন, ড্রাইভার ঘুমিয়ে যান, নাহলে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা ঘটে। বুনিয়াদপুর পীরতলা এলাকায় দুর্ঘটনার অন্য কারণ নেই। ৫১২ নং জাতীয় সড়কে চালকরা ডিভাইডার বুঝতে না পারার বিষয় যখন সামনে আসছে, ডিএসপি ট্রাফিকের সঙ্গে পরামর্শ করে লাইট বা পথ নির্দেশিকার বোর্ড লাগানোর চেষ্টা করব। এরসঙ্গে ডিভাইডারের আগেই গতি নিয়ন্ত্রণ করা হবে ।
বুনিয়াদপুর শহরের পীরতলা এলাকা থেকে ৫১২ নং জাতীয় সড়কের উপর ডিভাইডার শুরু হয়েছে। ডিভাইডারের মাঝে পথবাতি বসিয়েছে পুরসভা। এই জাতীয় সড়কের উপর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিলি দিয়ে বাংলাদেশে যায় পণ্যবাহী লরি। রাতে ছোট গাড়ি, লরির চালকরা ডিভাইডার বুঝতে না পারায় প্রায় দুর্ঘটনা ঘটছে। পথ নিরাপত্তার জন্য চালকদের সতর্ক করতে কোনও দিকনির্দেশ বোর্ড না থাকার কারণে এমন ঘটনা বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের।
বুনিয়াদপুর পুরসভার প্রশাসক কমল সরকার বলেন, পীরতলা এলাকায় প্রায় দুর্ঘটনা ঘটছে। এতে পুরসভার লাইট ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চিঠি দিয়ে জাতীয় সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে বলব। ট্রাফিক ওসির সঙ্গে আলোচনা করে দিনে পীরতলা এলাকায় পর্যাপ্ত ট্রাফিক পুলিস ও রাতে লাইট সিগন্যাল দেওয়ার ব্যবস্থা করা হবে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা