উত্তরবঙ্গ

টেন্ডারে গাফিলতি, এনবিইউ’র ২ কোটি ২৮ লাখের মেশিন অকেজো, বিতর্ক তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মাত্র ৩ লক্ষ ৭০ হাজার টাকায় হিলিয়াম গ্যাস ভরতে না পারায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২ কোটি ২৮ লক্ষ টাকার মেশিন অকেজো হয়ে গেল। রসায়ন বিভাগ সূত্রে জানা গিয়েছে মেশিনটির নাম নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স (এনএমআর)। টেন্ডার হওয়া সত্ত্বেও মেশিনে সময়মতো হিলিয়াম গ্যাস ভরতে না পারার কারণেই দামি মেশিনটি হাতে পেয়েও কর্তৃপক্ষের একাংশের ওদাসীন্যে তা নষ্ট হল। মেশিন অকেজো হয়ে যাওয়ায় টেন্ডার প্রক্রিয়ায় গাফিলতি এবং বিশ্ববিদ্যালয়ের এক শ্রেণির কর্মীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দায় নিয়ে জলঘোলা শুরু হয়েছে।
মূল্যবান মেশিনটি অকেজো হয়ে পড়ায় রসায়ন বিভাগে গবেষণারত ছাত্রছাত্রীরা সমস্যায় পড়েছেন। যদিও রসায়ন বিভাগে দ্বিতীয় একটি এনএমআর মেশিন রয়েছে। সেটিরও হিলিয়াম গ্যাস প্রায় তলানিতে এসে ঠেকেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসতেই সেটিকে অকেজো হওয়ার হাত থেকে বাঁচাতে শুক্রবার তড়িঘড়ি টেন্ডার ডেকে হিলিয়াম গ্যাস ভরার তোড়জোড় শুরু হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবাশিস দত্ত বলেন, শুধুমাত্র টেন্ডার প্রক্রিয়ায় গাফিলতির কারণে ২ কোটি ২৮ লক্ষ টাকার এনএমআর মেশিনটি নষ্ট হয়ে গেল। কার কী দোষ, কোথায় গাফিলতি তা তদন্ত সাপেক্ষ। মেশিনটিতে হিলিয়াম গ্যাস ভরার জন্য শেষ মুহূর্তে আমার কাছে আসে। আমি সঙ্গে সঙ্গেই ওয়ার্কঅর্ডার দিয়ে দিই। কিন্তু, তার আগেই সেটি নষ্ট হয়ে যায়। গোটা বিষয়টি নিয়ে খোঁজ করে দেখা হবে এই ঘটনার পিছনে কাদের গাফিলতি ছিল তাও দেখা হবে। দ্বিতীয় মেশিনটির গ্যাসও শেষের দিকে। শুক্রবার সেখানে গ্যাস ভরার বিল পাস করা হয়েছে। 
প্রসঙ্গত, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এনএমআর একটি অপরিহার্য হাতিয়ার হয়ে উঠেছে। রসায়ন বিভাগের প্রধান ভাস্কর বিশ্বাস বলেন, আমাদের বিভাগ থেকে সময়মতো প্রশাসনিক কর্তাদের নজরে বিষয়টি আনা হয়েছিল। পরে কী হয়েছে, সেটা জানি না। তবুও মেশিনটি পরীক্ষা করার জন্য মুম্বই থেকে বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। 
এদিকে, টেন্ডার প্রক্রিয়ার কোথায় খামতি ছিল তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্দরে জলঘোলা শুরু হয়েছে। গাফিলতি সামনে আসতেই নড়েচড়ে বসেছেন প্রশাসনিক কর্তারা। বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগের আধিকারিক সুরজিৎ দাস বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব। এই বিষয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে প্রয়োজনীয় কথা হয়েছে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা