উত্তরবঙ্গ

তিস্তা চুক্তি ইস্যু: উত্তরবঙ্গের বিজেপি নেতাদের সাপের ছুঁচো গেলার অবস্থা

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: তিস্তার জল চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ট্যান্ডে  বিজেপির উত্তরবঙ্গের নেতাদের অবস্থা কার্যত ‘সাপের ছুঁচো গেলার’ মতো। তাঁরা বিষয়টি না পারছেন ফেলতে, না পারছেন গিলতে। তিস্তার বর্তমান পরিস্থিতিতে এই চুক্তি রূপায়িত হলে উত্তরবঙ্গের সমূহ বিপদ। তা ভালোই বুঝতে পারছেন পদ্ম শিবিরের নেতারা। সব জেনেও তাঁরা মুখ বুজে থাকতে বাধ্য। কারণ এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। যদিও তাঁরা মুখে বলছেন, কেন্দ্র  নিশ্চয়ই এমন কোনও ব্যবস্থা করবে, যাতে উত্তরবঙ্গের লাভই হবে। উত্তরবঙ্গের প্রধান নদীগুলির মধ্যে তিস্তা অন্যতম। এই নদীর জল বণ্টন নিয়ে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে তৎপর দিল্লির সরকার। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ব্যাপার বাংলাদেশের সঙ্গে বৈঠক করেছেন। যা নিয়ে উভয় সঙ্কটে পদ্ম শিবিরের স্থানীয় নেতারা। 
বিজেপির উত্তরবঙ্গের কনভেনার তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন, ‘তিস্তা চুক্তি নিয়ে উত্তরবঙ্গবাসীর ক্ষতি না করে যা করা উচিত, তাই করবে কেন্দ্র। কি করবে জানি না। নদী কমিশনে যাঁরা আছেন তাঁরা বলতে পারবেন। চুক্তি হলে উত্তরবঙ্গের ক্ষতি হবে না বলেই মানুষকে আশ্বস্ত করছি।’ বিজেপির মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক অনন্দময় বর্মন বলেন, ‘তিস্তা চুক্তি আন্তর্জাতিক বিষয়। এক্ষেত্রে উত্তরবঙ্গের স্বার্থরক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে সঠিক সিদ্ধান্তই নেবে কেন্দ্র।’ 
পদ্ম শিবিরের নেতারা যাই বলুন না কেন তিস্তা চুক্তির আগে সংশ্লিষ্ট নদীকে বাঁচানোর দাবিতে সরব উত্তরবঙ্গ। শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে বিরোধী সিপিএম সকলেই নদীর নাব্যতা বাড়ানো এবং উত্তরবঙ্গের স্বার্থরক্ষার দাবি তুলেছে। ইতিমধ্যে কোচবিহার, ফালাকাটা, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে কৃষকদের সঙ্গে বৈঠক করেছে পশ্চিমবঙ্গ কিষান খেতমজদুর তৃণমূল কংগ্রেস কমিটি। তারা কৃষকদের মতামত নথিভুক্ত করেছে। সংগঠনের উত্তরবঙ্গের যুগ্ম আহ্বায়ক তথা জাতীয় পুরষ্কারপ্রাপ্ত কৃষক প্রসেনজিৎ রায় বলেন, ‘শুখা মরশুমে তিস্তা নদীতে জল থাকে না বললেই চলে। সেসময় উত্তরবঙ্গে চাষের জমিতে সেচের জলের জোগান দেওয়া সম্ভব হয় না। কাজেই নিজেদের চাহিদা না মিটিয়ে প্রতিবেশী রাষ্ট্রকে তিস্তার জল দেওয়া যাবে না। এনিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের চাষিরা অসন্তুষ্ট। সঠিক পরিকল্পনার মাধ্যমে তিস্তায় উদ্বৃত্ত জলের ব্যবস্থা করতে হবে। না করে ওই চুক্তি হলে জোরদার আন্দোলন হবে।’ 
সিপিএমের কৃষক সংগঠনের দার্জিলিং জেলা সম্পাদক ঝরেন রায় বলেন, ‘আমাদের দেশ ও রাজ্যের ক্ষতি করে কোনও চুক্তি হলে লাভ হবে না। তাই আগে আমাদের স্বার্থরক্ষা করতে হবে। ’  
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা