উত্তরবঙ্গ

ধস, বৃষ্টি ও ঝড়ে বিপর্যস্ত দার্জিলিং, ভেঙে পড়েছে বহু গাছ, ক্ষতিগ্রস্ত ২০টি বাড়ি

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ধস, বৃষ্টি ও ঝড়ে বিপর্যস্ত পাহাড়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টি ও ঝোড়ো হওয়ার দাপটে দার্জিলিংয়ের একাধিক জায়গায় উপড়ে পড়ে গাছ। কিছু জায়গায় ধসও নামে। দার্জিলিংগামী ১১০ নম্বর জাতীয় সড়কও ক্ষতিগ্রস্ত হয়। কালিম্পংয়ের অবস্থা একই। দুই পাহাড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি ২১টি। বহু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন। এমন আবহাওয়া আরও পাঁচদিন থাকবে। আবহাওয়া দপ্তরের এমন পূর্বাভাসে পাহাড়বাসী আতঙ্কিত। 
বৃহস্পতিবার রাত থেকে দার্জিলিং পাহাড়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। ২৪ ঘণ্টায় এখানে বৃষ্টিপাতের পরিমাণ ৪০ মিলিমিটার। শুক্রবারও দিনভর বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলে। সকালে দার্জিলিং শহরে অতিরিক্ত জেলাশাসকের বাংলো সংলগ্ন একটি বাড়িতে গাছ উপড়ে পড়ে। বিদ্যুতের তার ছিঁড়ে যায়। কার্শিয়াংয়ে জিটিএ’র চিফ এগজিকিউটিভ অনীত থাপার বাড়ির কাছে নয়াবাজারে রাস্তার উপর গাছ পড়ে একটি বাড়ির একাংশ ভেঙে যায়। রাস্তাটিও বন্ধ হয়ে যায়। ধসে কার্শিয়াংয়ে ১১০ নম্বর জাতীয় সড়ক বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। স্থানীয়রা বলেন, বহু এলাকায় বিদ্যুৎ নেই। অনেক জায়গায় মোবাইল ফোনের নেটওয়ার্কও অচল। 
প্রশাসন সূত্রের খবর, দার্জিলিং ও কার্শিয়াং পুরসভার পাঁচটি করে মোট ১০টি ওয়ার্ডে এবং চারটি ব্লকের সাতটি গ্রামে এই দুর্যোগের প্রভাব পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২০টি বাড়ি। কোনওটির টিনের চাল উড়েছে, কোনও বাড়ির ঘরের মেঝে ধসে গিয়েছে। এরমধ্যে গাছ পড়েই ক্ষতিগ্রস্ত হয়েছে আটটি বাড়ি। ক্ষতিগ্রস্তদের নিরাপদ জায়গায় সরানো হয়েছে। প্রশাসনের আধিকারিকরা জানান, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। ১১০ নম্বর জাতীয় সড়কও স্বাভাবিক রয়েছে। 
প্রতিবেশী জেলা কালিম্পংয়ের আবহাওয়াও একই। গত ২৪ ঘণ্টায় এখানে বৃষ্টির পরিমাণ ৬২ মিলিমিটার। এদিনও দিনভর দফায় দফায় বৃষ্টি হয়েছে। ধসে গোরুবাথানের ৩ নম্বর সংসদে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের আধিকারিকরা জানান, বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও ধসে ক্ষয়ক্ষতির হিসেব প্রস্তুত করা হচ্ছে। 
উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপরিভাগে নিম্নচাপ অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় যা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে। পাশাপাশি রাজস্থান থেকে উত্তরবঙ্গ হয়ে অসম পর্যন্ত বাতাসের উপরিভাগে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। 
সঙ্গে বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত পরিমাণ জলীয়বাষ্প ঢুকছে। এরজেরে আগামী চার থেকে পাঁচদিন উত্তরবঙ্গের পাহাড়, সমতল ও সিকিমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা