উত্তরবঙ্গ

শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের দখল জমি উদ্ধারে উদ্যোগী মেয়র

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিগত বামফ্রন্ট জমানায় দখল হওয়া রামকৃষ্ণ মিশনের জমি উদ্ধারে উদ্যোগী হলেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। শহরের দার্জিলিং মোড়ে মিশনের অধিকাংশ জমি দখল করে গ্যারেজ, গোডাউন, বাড়ি তৈরি হয়েছে বলে অভিযোগ। শুক্রবার মিশন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন মেয়র। পরে তিনি বলেন, বামফ্রন্ট জমানায় ওই জমি দখল হয়েছে। জমি উদ্ধারের ব্যাপারে মিশনকে সবরকমভাবে সহযোগিতা করব।  কয়েকদিন আগে সেভক রোডে রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টার অভিযোগ নিয়ে জোর বিতর্ক হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দার্জিলিং মোড়ে মিশনের জমি দখলের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত ২৭ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করে সাহুডাঙি রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। মিশন সূত্রে জানা গিয়েছে, ১৯৭৬ সালে দার্জিলিং মোড়ে তারা ১০ বিঘা জমি কেনে। এরপর সেখানে তাদেরকে আরও ২০ বিঘা জমি দান করেন এক ভক্ত। সেখানে তাদের মোট জমির পরিমাণ ৩০ বিঘা। ইতিমধ্যে সেই জমির অধিকাংশ দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। এখনও পর্যন্ত সেই জমির মিউটেশন হয়নি। তৃণমূলের অভিযোগ, সিপিএম জমানায় সেই জমি দখল করে বসতি গড়ে তোলা হয়। সিপিএমের জেলা কমিটির সদস্য তথা শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রাক্তন সভাধিপতি তাপস সরকার অবশ্য বলেন, নিজেদের বদনাম ঢাকতে সিপিএমের উপর দায় চাপাচ্ছে তৃণমূল। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা