উত্তরবঙ্গ

নম্বরহীন টোটো মূল রাস্তায় প্রবেশ বন্ধে যানজট উধাও শিলিগুড়ি শহরে

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা, শিলিগুড়ি: পুলিস গা ঝাড়া দিয়ে মাঠে নামতেই উধাও শিলিগুড়ি শহরের যানজট। শুক্রবার সকাল থেকে গতি পায় শহর। বৃহস্পতিবার থেকেই অভিযান চালায় পুলিস। নম্বরহীন টোটো শহরের মূল রাস্তায় উঠতে দেয়নি পুলিস। যারজন্যই এই গতি বলে দাবি নাগরকিদের। তবে পুলিসের এই সক্রিয়তা কতদিন থাকবে সেনিয়ে সন্দিহান শহরবাসী। 
যদিও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, নম্বর বিহীন টোটো আর শহরের মূল রাস্তা ও জাতীয় সড়কে চলতে দেওয়া হবে না। পুলিস এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে। এবার থেকে শিলিগুড়ি শহরের রাস্তায় নম্বরযুক্ত টোটোই চলবে। পরবর্তীতে এসব টোটোকে নির্দিষ্ট রুট করে দেওয়া হবে। তখন শহরের যানজট আরও কমে যাবে। নম্বরহীন টোটো অলিগলিতে চলতে পারবে। সেভক রোড, হিলকার্ট রোড, বিধান রোডের মতো ব্যস্ত রাস্তায় নম্বরহীন টোটো উঠতে দেওয়া হবে না। এদিকে, প্রশাসনের এই সিদ্ধান্তে এদিন বিক্ষোভ দেখান টোটো চালকরা। উত্তরকন্যা মোড়, জাবরাভিটা মোড়, ফুলবাড়ি বটতলা মোড়ে চালকদের বিক্ষোভ হয়। নম্বরহীন টোটোগুলিকে জাতীয় সড়কে ওঠার মুখেই আটকে দেওয়া হয়। তখনই তাঁরা বিক্ষোভ দেখান।  
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা