উত্তরবঙ্গ

মন্ত্রী-এমপি’কে এলাকার উন্নয়নের প্রস্তাব দিনহাটা-১ পঞ্চায়েত সমিতির

সংবাদদাতা, দিনহাটা: শুক্রবার দিনহাটা-১ পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ও কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। ব্লকের উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা করেন তাঁরা। সাংসদ ও মন্ত্রীকে সামনে পেয়ে এলাকার উন্নয়নের ব্যাপারে একাধিক প্রস্তাব দেন পঞ্চায়েত সমিতির সদস্যরা। 
ব্লকে ১০টি হাইমাস্ট লাইট ও দু’টি পেভার ব্লকের রাস্তা তৈরির আশ্বাস দিয়েছেন মন্ত্রী। নিজের  সংসদ  তহবিলের টাকা থেকে এলাকার উন্নয়নে বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন এমপি। দিনহাটা-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ডালিয়া চক্রবর্তী বলেন, ‘মন্ত্রী আমাদের ১০টি হাইমাস্ট লাইট ও দু’টি রাস্তা বানিয়ে দেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন।’ দিনহাটা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় বলেন, ‘সাংসদ ও মন্ত্রীকে ব্লকের উন্নয়নের জন্য বেশকিছু প্রস্তাব দিয়েছি। নিজেদের এলাকার সমস্যার কথা সদস্যরা তাঁদের জানিয়েছেন।’ 
বৈঠক শেষ করে এমপি বলেন, ‘দিনহাটা-১ পঞ্চায়েত সমিতির উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা করা হয়েছে। এলাকার উন্নয়নে সহযোগিতা করা হবে।’ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী জানিয়েছে, ব্লকের উন্নয়নে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেও সাহায্য করা হবে। এলাকায় কিছু হাইমাস্ট লাইট ও রাস্তা তৈরি করে দেওয়া হবে। 
সাংসদ পদে শপথ নেওয়ার পরে পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে প্রথম বৈঠক করলেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। 
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে সঙ্গে নিয়ে বৈঠক করেন তিনি। একাধিক  পঞ্চায়েত সমিতির সদস্য রাস্তাঘাট, পানীয় জল ও বিদ্যুতের বিষয়ে অভিযোগ জানান। ভালো রাস্তা না থাকায় স্থানীয় মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। পরিস্রুত পানীয় জল না পাওয়ায় ক্ষোভ বাড়ছে। অনেক এলাকা সন্ধ্যার পর অন্ধকারে ডুবে যায়। এসব নিয়েই মন্ত্রী-এমপি’র দৃষ্টি আকর্ষণ করেন পঞ্চায়েত সমিতির সদস্যরা। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা