উত্তরবঙ্গ

পূর্ব চকচকায় অঙ্গনওয়াড়িতে সহায়িকা পদে যোগ দিতে এসে বাধার মুখে মহিলা

সংবাদদাতা, কুমারগ্রাম: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকার নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এসে স্থানীয়দের বাধার মুখে পড়তে হল এক মহিলাকে। শেষ পর্যন্ত ওই মহিলা কাজে যোগদান করতে পারেননি। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের বারোবিশার পূর্ব চকচকায়। তৃষ্ণাদাস রায় নামে ওই মহিলা এদিন সকালে পূর্ব চকচকার নিউটাউনের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সহায়িকা হিসেবে কাজে যোগদানের জন্য আসেন। স্থানীয়দের অভিযোগ, ওই মহিলা ভল্কা-বারোবিশা ১ পঞ্চায়েতের বাসিন্দা নন। অথচ তিনি এই পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগপত্র পেয়েছেন। এদিকে খবর পেয়ে কুমারগ্রাম সিডিপিও অফিসের এক প্রতিনিধি ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসেন। তিনি বিষয়টি নিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন। রীনা সাহা নামে স্থানীয় এক মহিলা বলেন, ওই মহিলা এই পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা নন। তিনি আলিপুরদুয়ারের বাসিন্দা। উনি এই অঞ্চলের জন্য কীভাবে নিয়োগপত্র পেলেন? এটাই আমাদের প্রশ্ন। তৃষ্ণাদাস রায় অবশ্য বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে কুমারগ্রামের বিডিও গৌতম বর্মন বলেন, এমনটা হওয়ার কথা নয়। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখব।  ২০২৩ সালের ২৭ ডিসেম্বর অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের ইন্টারভিউ নেওয়া হয়। এরপর গত ৬ ফেব্রুয়ারি সহায়িকা পদের সফল চাকরি প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হয়।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা