উত্তরবঙ্গ

অপরাধ রুখতে ভাড়াটিয়াদের তথ্য জোগাড় করতে ফর্ম বিলি পুরসভার

সংবাদদাতা, ময়নাগুড়ি: এখন থেকে বাড়ি ভাড়া দিলেই সমস্ত তথ্য পুরসভাকে জানাতে হবে। ভাড়াটিয়াদের জন্য ফর্ম তৈরি করেছে ময়নাগুড়ি পুরসভা। ইতিমধ্যেই পুরসভার ১৭ জন কাউন্সিলার সেই ফর্ম বিতরণ করাও শুরু করেছেন। 
বেশকিছু দিন আগে ময়নাগুড়ির ৬ নম্বর ওয়ার্ডে এক বধূর অস্বাভাবিক মৃত্যু হয়। বাড়ির মালিক জানতেন ওই বধূ তাঁর স্বামীর সঙ্গেই এখানে ভাড়া থাকেন। কিন্তু, পরবর্তীতে তদন্তে নেমে পুলিস জানতে পারে ওই বধূর স্বামী অন্যত্র থাকেন। এক যুবকের সঙ্গে পালিয়ে ওই বধূ এখানে বাড়ি ভাড়া নিয়েছিলেন। পাশাপাশি এর আগে শহরের ১৫ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন ভাড়াটিয়ার কাছ থেকে প্রচুর চোরাই মোবাইল উদ্ধার হয়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল ভিনজেলার বেশ কয়েকজনকে। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেকারণেই এবার বাড়ি ভাড়া দিলে পুরসভা ও থানা সহ কাউন্সিলারদের কাছে জানাতে হবে বাড়ির মালিকদের। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই শহরের ১৭টি ওয়ার্ডের কাউন্সিলারকেই ফর্ম দেওয়া হয়েছে। ফর্মে ভাড়াটিয়া পরিবারের প্রত্যেক সদস্যের নাম সহ ফটো দিতে হবে। যিনি বাড়িভাড়া দেবেন তাঁর স্বাক্ষর সহ মোবাইল নম্বর ফর্মে লিখতে হবে। পাশাপাশি কাউন্সিলারেরও স্বাক্ষর থাকবে ফর্মে। পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ময়নাগুড়ি পুরসভার নির্দল কাউন্সিলার তুহিনকান্তি চৌধুরী। তিনি বলেন, ‘ভাড়াটিয়াদের তথ্য থাকলে শহর সুরক্ষিত থাকবে। ময়নাগুড়ি থানাতেও ভাড়াটিয়াদের সমস্ত তথ্য দেওয়া থাকবে।’ 
পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী বলেন, ‘আমাদের একটাই উদ্দেশ্য ভাড়াটিয়াদের নথি হাতে রাখা। অপ্রীতিকর ঘটনা রুখতে আমাদের এই প্রচেষ্টা।’ 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা