উত্তরবঙ্গ

দিনহাটায় জামতাড়ার স্টাইলে সাইবার প্রতারণা, ধৃত ২ যুবক

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: দিনহাটা যেন একখণ্ড ‘জামতাড়া’! পুলিসি অভিযানে পর্দাফাঁস। দিনহাটার গোসানিমারি গ্রাম পঞ্চায়েতের দরিয়া গ্রাম। ঝুট-ঝামেলাহীন সাদামাটা এলাকা। এখানেই নিরাপদে বসে জামতাড়া গ্যাংয়ের স্টাইলে দিব্যি সাইবার প্রতারণার জাল বিস্তার করেছিল দুই যুবক। তাদের দেখে বোঝার জো ছিল না, মানুষকে ধাপ্পা দিয়ে অ্যাকাউন্ট সাফ করে দিতে পারে! ঝকঝকে চেহারা, মিষ্টভাষী। কথার ফাঁদে ফেলে মানুষকে প্রতারিত করাই ছিল দু’জনের পেশা। ঠিক যেভাবে জামতাড়া গ্যাংয়ের সদস্যরা করে থাকে। বৃহস্পতিবার রাতে গোপনসূত্রে খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালায় পুলিস। হাতেনাতে ধরা পড়ে যায় রাজেশ রায় ও সুজন মণ্ডল।  দু’জনেরই বয়স তেইশ থেকে চব্বিশ বছরের মধ্যে। ওই এলাকাতেই বাড়ি। ফলে, তাদের কাজকর্ম নিয়ে সন্দেহ প্রকাশ করেননি গ্রামবাসীরা। রাতে গ্রেপ্তার হতেই সকলেই তাজ্জব।  ধৃতদের কাছ থেকে পাঁচটি ল্যাপটপ, বেশকিছু সিম কার্ড, অ্যাকাউন্ট ডিটেলস, ইন্টারনেটের মোডেম সহ আরও কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। 
তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন, ধৃতরা একাধিক উপায়ে প্রতারণার জাল বিস্তার করেছিল। ফাঁদে পড়ে অনেকের টাকাও খোয়া গিয়েছে। বাংলার পাশাপাশি ভিনরাজ্যের মানুষও রাজেশ-সুজনের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছেন। সম্প্রতি এক ব্যক্তির ১ লক্ষ ৭৫ হাজার টাকা প্রতারণা করে তারা। এটা একটা উদাহরণ মাত্র। এইরকম বহু মানুষ দুই যুবকের টোপ গিলে প্রচুর টাকা খুইয়েছেন। পরিমাণটা বেশ বড় অঙ্কের হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। 
কোচবিহারের পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ‘সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে দিনহাটায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সাফল্য মেলে। সেখান থেকে সাইবার প্রতারণা চলছিল। দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের ডেরা থেকে ইলেক্ট্রনিক্স গেজেট, মোবাইল ফোনের সিম উদ্ধার হয়েছে। ধৃতরা একটি ভুয়ো ওয়েবসাইট চালাচ্ছিল। যার মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের নামে মানুষকে প্রতারণা করছিল।  ধৃতদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুব শীঘ্রই সিজ করা হবে। এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদেরও গ্রেপ্তার করা হবে।’ 
কোচবিহারে একের পর সাইবার প্রতারণার বিষয়ে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে পুলিস। বিভিন্ন স্কুল, কলেজের ছাত্রছাত্রীদের সচেতন করা হচ্ছে।  বহু অনুষ্ঠানে খোদ পুলিস সুপার সাইবার ক্রাইম নিয়ে উদ্বেগ প্রকাশ করে মানুষকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন। এসবের মাঝেই এবার কোচবিহারেই জামতাড়া গ্যাংয়ের অনুকরণে চলা সাইবার প্রতারণা  চক্রের হদিশ মিলল। যা কপালে ভাঁজ ফেলেছে জেলার পুলিস কর্তাদের।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা