উত্তরবঙ্গ

রায়গঞ্জ মেডিক্যালে ট্রমা কেয়ার ও নিউরো  বিভাগ খোলার পরিকল্পনা

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: নিউরো সার্জারি, নিউরো মেডিসিন, ট্রমা কেয়ারের পরিকাঠামো না থাকায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ নিয়ে শোনা যাচ্ছে আক্ষেপ। পরিষেবা পেতে, রোগী পরিজনদের ছুটে যেতে হয়, আশপাশের জেলার মেডিক্যাল কলেজে বা বেসরকারি নার্সিংহোমে। এবার সেই আক্ষেপ মেটাতে রায়গঞ্জ মেডিক্যালেই ট্রমা কেয়ার, নিউরো সার্জারি, নিউরো মেডিসিনের অত্যাধুনিক পরিকাঠামো তৈরির পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্যদপ্তর। শুক্রবার রায়গঞ্জ মেডিক্যালের বিভিন্ন ইস্যুতে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন, পুলিস, রোগী কল্যাণ সমিতি, মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সুশান্ত রায়। 
ওই বৈঠক ও মেডিক্যাল কলেজ পরিদর্শন শেষে, রায়গঞ্জ মেডিক্যালের পরিকাঠামো উন্নয়নে স্বাস্থ্যদপ্তরের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান সুশান্তবাবু। তিনি বলেন, দীর্ঘ সময়ের চাহিদার কথা মাথায় রেখেই এবার, এই মেডিক্যাল কলেজ চত্বরে বড় আকারে ট্রমা কেয়ার সেন্টার, নিউরো সার্জারি, নিউরো মেডিসিনের অত্যাধুনিক পরিকাঠামো তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসনিক অনুমোদন এলেই কাজ হবে। 
এদিন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, পুলিস সুপার সানা আখতার, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার প্রিয়ঙ্কর রায়, রোগী কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে প্রথমে জেলাশাসকের দপ্তরে বৈঠক সারেন সুশান্তবাবু। এরপরই জেলাশাসক সহ অন্যান্য সকলেই সরেজমিনে পরিদর্শন করেন মেডিক্যাল কলেজ। মেডিক্যালের পরিকাঠামো উন্নয়নে কী কী কাজ করতে হবে, সে ব্যাপারেও আলোচনা হয়। আলোচনা হয় গত মাসে মেডিক্যাল কলেজের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে রোগীর পরিজনদের বচসা প্রসঙ্গেও। 
এদিন জেলাশাসক কোনও মন্তব্য না করলেও স্বাস্থ্য আধিকারিক সুশান্ত রায় বলেন, মেডিক্যালে অতিরিক্ত সংখ্যায় রোগী পরিজনরা ঢুকে পড়ছেন। সেই বিষয়টিকেও নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। পাশাপাশি মেডিক্যাল কলেজের ক্যাম্পাসের মধ্যে বেহাল রাস্তার সংস্কার করা হবে। মাসখানেকের মধ্যে কাজ শুরু হবে। সঙ্গে মেডিক্যালে প্রবেশ ও বাহির হওয়ার পথ পৃথক করা হবে। মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে যত্রতত্র টোটোর পার্কিং রুখতে আলাদাভাবে পার্কিংজোন তৈরি হবে। হাসপাতালে পরিচ্ছন্নতা বজায় রাখতে জনমানসে সচেতনতামূলক প্রচারেরও উদ্যোগ নেওয়া হবে। রোগী কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ইস্যু আলোচনায় উঠে এসেছে। আশা করছি আগামীতে সমস্যাগুলি মিটবে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা