বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

বাজারে জোগানে ঘাটতি, বাড়ছে দাম, আজ থেকে আলু বিক্রিতে নামছে স্বনির্ভর গোষ্ঠী

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: আলু ব্যবসায়ীদের আন্দোলনের আঁচ পড়তে শুরু করেছে বাজারে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আলুর দাম বৃদ্ধির খবর মিলেছে। এক সপ্তাহ আগে যে দামে আলু বিক্রি হয়েছে, মঙ্গলবার তার চেয়ে কেজিতে পাঁচ টাকা বেশি দিয়ে আলু কিনতে হয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। হিমঘর থেকে আলু না বেরনোয় বাজারে আলুর জোগানে টান পড়ার আশঙ্কা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আলু নিয়ে কালোবাজারির সম্ভাবনাও তৈরি হয়েছে। যদিও পরিস্থিতি মোকাবিলায় মরিয়া প্রশাসন। কম দামে আলু বিক্রির জন্য সুফল বাংলার বাড়তি স্টল খোলার পাশাপাশি প্রশাসনের তরফে ময়দানে নামানো হয়েছে স্বনির্ভর গোষ্ঠীকে। সরকারি কোটায় হিমঘরে যে ২০ শতাংশ আলু থাকে, তা কিনে আজ, বুধবার থেকেই ন্যায্য মূল্যে বিক্রি করবে তারা। 
কোচবিহারের বিভিন্ন পাইকারি বাজারে এদিন আলুর দাম ছিল ৩০-৩৫ টাকা কেজি।  ভবানীগঞ্জ বাজারে এদিন আলু বিক্রি হয় ৩০ টাকায়। শহরের দেশবন্ধু মার্কেটে আলু বিক্রি হয়েছে ৩৫ টাকায়। আলিপুরদুয়ারে কয়েক দিন আগেও লোকাল লালআলু্র দাম ছিল ৩০ টাকা কেজি। এখন বিকোচ্ছে ৩৫ টাকায়। এক সপ্তাহ আগে খোলাবাজারে সাদা আলু বিক্রি হয়েছে ২৫ টাকা কেজিতে। এখন সেটা ৩০ টাকা। শহরের রাধামাধব মন্দির সংলগ্ন বাজারে এসেছিলেন কল্পনা রায়। বললেন, ‘লোকাল লাল আলু এখন ৩৫ টাকা কেজি। ভুটান আলু বিক্রি হচ্ছে ৪০ টাকায়।’ নিয়ন্ত্রিত বড়বাজারে আসা ক্রেতা তুলসী রায় বলেন, ‘যেভাবে দাম বাড়ছে, তাতে আলু খাওয়া কমিয়ে দিয়েছি।’ 
ফালাকাটার হাটখোলা ও ধুপগুড়ি মোড় বাজারে এদিন লাল আলু ৪০ টাকা ও সাদা আলু বিক্রি হয়েছে ৩০ টাকায়। জলপাইগুড়ি শহরের দিনবাজারে ৩৫ টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে। বয়েলখানা বাজারে আলুর দাম ৩২-৩৫ টাকা। তবে বউবাজারে আলুর দাম বেশি। বউবাজারের ব্যবসায়ী নরেশ ঘোষ বলেন, ‘আমরা ৩৫-৩৭ টাকায় আলু বিক্রি করছি।’ 
ময়নাগুড়িতে কৃষকদের কাছ থেকে আলুর বন্ড কিনতে চলেছে ময়নাগুড়ির মহিলা মহাসঙ্ঘের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। আজ, বুধবার থেকে তারা মাইকিং করবে। প্রশাসনিক বৈঠকে এদিন এই সিদ্ধান্ত নেওয়া হয়। ধূপগুড়ির ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে আলুর জোগানে টান পড়েছে। ফলে দাম বাড়াতে হচ্ছে। যদিও ধূপগুড়ির পাইকারি আলু ব্যবসায়ী ভোলা সরকারের দাবি, শনিবার হিমঘর থেকে যে পরিমাণ আলু বেরিয়েছে, তা দিয়ে কয়েকদিন চলবে। ধূপগুড়িতে এদিন আলু বিক্রি হয়েছে ৩৫-৩৭ টাকা কেজিতে। দু’দিন আগেই দাম ছিল ৩২-৩৫ টাকা। 
মালদহের বাজারে পোখরাজ আলুর দাম ৩০ টাকা। জ্যোতি ৩৫ টাকা। তবে সুফল বাংলার স্টলে বিক্রি হচ্ছে ২৬ টাকায়। ইংলিশবাজারের বাসিন্দা চুমকি মণ্ডল বলেন, ‘সরকারি স্টলে কম দামে আলু বিক্রি হওয়ায় সেখানেই যাচ্ছি। তবে সকাল সকাল যেতে হচ্ছে। লাইন পড়ছে।’ রায়গঞ্জে পোখরাজ আলু বিক্রি হচ্ছে ২৭ টাকায়। জ্যোতি আলু ৩০ টাকা। রায়গঞ্জের দেবীনগর বাজারের পাইকারি আলু ব্যবসায়ী দীপঙ্কর প্রামাণিক বলেন, ‘আমাদের এখানে আলুর দাম সাধ্যের মধ্যেই রয়েছে।’ কম দামে আলু বিক্রি করতে সুফল বাংলার ভ্রাম্যমান স্টল খোলা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত সহ কৃষি বিপণন অধিকর্তা জয়দীপ মাইতি। দক্ষিণ দিনাজপুরের পতিরামে পোখরাজ আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়। জ্যোতি আলুর দাম ৩৫ টাকা। বালুরঘাটে সুফল বাংলার স্টল হাতের কাছে মিলছে না বলে অভিযোগ।
জলপাইগুড়ির দিনবাজারে আলু বিক্রি হচ্ছে। নিজস্ব চিত্র
6Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারওর চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততার যোগ। কর্মক্ষেত্রে কাজের চাপ কাটিয়ে উঠতে সমর্থ হবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা