বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

ছাব্বিশের ভোটে উত্তরে ‘দিদি’র হাত শক্ত করার আহ্বান জগদীশের

সংবাদদাতা, দিনহাটা: ধর্মতলায় একুশের শহিদ সমাবেশের মঞ্চে তিনি যেন উত্তরবঙ্গের প্রতিনিধি। কোচবিহার সাংসদ জগদীশ বসুনীয়া কী বক্তব্য রাখেন, তাতে সকাল থেকেই নজর ছিল সকলের। মঞ্চে শুরু থেকেই নিজের চেনা মেজাজে দেখা গেল তাঁকে। একদিকে বিজেপিকে কড়া আক্রমণ, অন্যদিকে, দিদির উন্নয়ন, সবই তুলে ধরলেন তাঁর বক্তৃতায়। বক্তৃতা দিলেন রাজবংশী ভাষাতেই। তুলে ধরলেন উত্তরের মানুষের কথা।
শহিদমঞ্চে জগদীশবাবু বিজেপিকে কড়া আক্রমণ করে বলেন, উত্তরবঙ্গের মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে বিজেপি। ভোট আসলেই মিথ্যা প্রতিশ্রুতি দেয়, নির্বাচনের পরে দেখা মেলে না। এবারে কোচবিহারে মানুষ ভুল করেননি। তাঁরা দিদির প্রার্থী হিসাবে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে  জয়ী করেছেন। দিদিই পারবেন উত্তরবঙ্গের মানুষের দাবি পূরণ করতে। তাই আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহার থেকে মালদা অব্দি তৃণমূল প্রার্থীদের জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার আহ্বান জানান তিনি। 
যদিও বিজেপির দাবি, উত্তরবঙ্গকে বঞ্চিত করে রেখেছে তৃণমূল। সেই কারণেই উত্তরবঙ্গ থেকে নির্মূল হয়েছে তারা। উত্তরবঙ্গের উন্নয়ন করছে বলেই বিজেপির সঙ্গে রয়েছে এখানকার মানুষ। বারবার নির্বাচনের তাই প্রমাণ হচ্ছে। কোচবিহারের সাংসদ মঞ্চে বলেন, ভোটের সময় বিজেপির নেতারা একাধিক প্রতিশ্রুতি দেন। পৃথকরাজ্য থেকে শুরু করে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য অনেক প্রতিশ্রুতি দেন। উত্তরবঙ্গের সহজসরল রাজবংশী, নশ্যশেখ, আদিবাসী মানুষ বিজেপির কথায় বিশ্বাস করে পদ্মফুল চিহ্নে ভোট দিয়েছেন বারবার। ওরা বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু এবারে কোচবিহারের মানুষ বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি ধরে ফেলেছে। তাই দিদির প্রার্থী হিসেবে আমাকে জয়যুক্ত করেছে। উত্তরবঙ্গের মানুষের দাবি একমাত্র পূরণ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
যদিও কোচবিহার জেলা বিজেপি সভাপতি সুকুমার রায় বলেন, সন্ত্রাস করে কোচবিহারে জয় পেয়েছে তৃণমূল। ভয়ভীতি মুক্ত পরিবেশে ভোট হলে উত্তরবঙ্গের অন্য আসনের মতোই কোচবিহারেও বিজেপি জয়ী হতো। তৃণমূল কংগ্রেসের সরকার বরাবর উত্তরবঙ্গকে বঞ্চিত করেছে। ২০১৯-এর লোকসভা থেকে এবারের লোকসভা ভোট অব্দি সমস্ত নির্বাচনে দু’হাতভরে কোচবিহারের মানুষ আমাদের আশীর্বাদ করেছে। কেন্দ্রে বিজেপি সরকার এই এলাকার উন্নয়ন করেছে বলেই সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছেন। সাংসদের অভিযোগের কোনও গুরুত্ব নেই।  
6Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা