বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

৭০টি বাসে শিলিগুড়ি থেকে কলকাতায় শহিদ দিবসে যাচ্ছেন কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আগামী ২১ জুলাই কলকাতায় শহিদ দিবস অনুষ্ঠানে যোগ দিতে দার্জিলিং জেলা সমতল থেকে রওনা হচ্ছে ৭০টি বাস। বাসের পাশাপাশি ট্রেনেও বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক কলকাতায় রওনা হচ্ছেন। বাসগুলি আগামী ১৯ তারিখ রাতে কলকাতার উদ্দেশে রওনা হবে। শিলিগুড়ি মহকুমা পরিষদের চারটি ব্লক ও শিলিগুড়ি পুরসভার তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে বাসগুলি ওই দিন যাত্রা শুরু করবে। তৃণমূলের দার্জিলিং জেলা (সমতল) সভাপতি পাপিয়া ঘোষ বলেন, এবার দার্জিলিং জেলা সমতল থেকে শহিদ দিবসে রেকর্ড সংখ্যায় তৃণমূল কর্মী ও সমর্থক কলকাতায় যাচ্ছেন। আমাদের প্রতিটি ব্লক থেকেই বাস ভাড়া করা হয়েছে। ব্লকের নেতারা নিজেদের মতো করে দলীয়ভাবে বাস ভাড়া করছেন। গ্রাম পঞ্চায়েতগুলির তরফেও অনেক বাস ভাড়া করা হয়েছে। এছাড়াও কলকাতাগামী সমস্ত ট্রেনেই আমাদের নেতা-কর্মীরা যাবেন। ইতিমধ্যেই দার্জিলিং মেল, হলদিবাড়ি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস, কাঞ্চনকন্যা, তিস্তা-তোর্সা, উত্তরবঙ্গ এক্সপ্রেসের মতো ট্রেনে সংগঠনের কর্মীরা টিকিট বুক করে নিয়েছেন। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ফলাফল খারাপ হলেও সার্বিকভাবে রাজ্যে আমাদের দুর্দান্ত ফল হয়েছে। এতে উজ্জীবিত আমাদের কর্মীরা। তাই শহিদ দিবসে কলকাতায় যাওয়ার ঝোঁক বাড়ছে কর্মীদের মধ্যে। 
তৃণমূল দল সূত্রে জানা গিয়েছে, সাংগঠনিকভাবে দার্জিলিং সমতলের একেবারে বুথস্তর থেকে কর্মীদের শহিদ দিবসে নিয়ে যাওয়ার চেষ্টা করছে শাসকদল। সেই মোতাবেক দলের তরফে গ্রাম পঞ্চায়েত ও বুথস্তরে ছোটছোট সভা করা হচ্ছে। অন্যদিকে, শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব ও অন্য নেতৃত্ব বুথে বুথে গিয়ে কর্মীদের সঙ্গে মিটিং করছেন। মেয়র বলেন, গোটা মহকুমা থেকে এবার সংগঠনের প্রচুর নেতা-কর্মী কলকাতায় যাচ্ছেন। আমরা দলীয়ভাবে সমস্ত ব্যবস্থা করেছি। যাতে কোনও কর্মীর সমস্যা না হয়।
6Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে বাধা থাকবে। বিকেল থেকে বিদ্যা অনুশীলনে শুভ ফললাভ। নতুন কোনও যোগাযোগ থেকে উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৬.৭৭ টাকা১১০.৫১ টাকা
ইউরো৮৮.৬৮ টাকা৯২.০৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা