উত্তরবঙ্গ

স্কুলে মিড ডে মিলের রাঁধুনি নিয়োগে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ

সংবাদদাতা, কালিয়াগঞ্জ: স্কুলে মিড ডে মিলের রাঁধুনি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠল হেমতাবাদে। আর্থিক দুর্নীতি করে নিয়োগের অভিযোগে বিক্ষোভ দেখালেন স্বর্ণজয়ন্তী দলের সদস্যারা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার ডেহুচি হাইস্কুলে।
আন্দোলনরত দলের সদস্যারা বলেন, এই স্কুলে মিড ডে মিল রান্নার জন্য দু’জন কর্মী নিযুক্ত রয়েছেন। তবে আরও তিনজনকে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে তিনজনকে নিয়োগ করতে চলেছে বিদ্যালয়ের পরিচালন সমিতি। কিন্তু পুরোটাই টাকার ভিত্তিতে হচ্ছে বলে অভিযোগ।
আন্দোলনকারীদের দাবি, এলাকায় ২২টি স্বর্ণজয়ন্তী দল রয়েছে। প্রতিটি দল থেকেই ধাপে ধাপে রন্ধনকর্মী নিয়োগের দাবি জানানো হয়েছে। এবিষয়ে তারা স্কুলের প্রধান শিক্ষক অরূপ সরকারের কাছে স্মারকলিপিও দেন। অপর্ণা দাস চৌধুরী এবং সোমা বর্মনের মতো আন্দোলনকারীরা বলেন, আমরা এলাকার স্বর্ণজয়ন্তী দলের মহিলা। কিন্তু আমাদের না জানিয়েই গোপনে তিনজন মহিলাকে বিদ্যালয়ের রাঁধুনি হিসেবে নিয়োগ করা হচ্ছে। আমাদের অনুমান, বিনিময়ে তাদের থেকে ঘুষ নেওয়া হয়েছে। আমরা চাই এলাকার স্বর্ণজয়ন্তী দলের মহিলারা রাঁধুনির কাজে সুযোগ পাক।
এদিকে বিক্ষোভের খবর পেয়ে এলাকায় আসে হেমতাবাদ থানার পুলিস। যদিও নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক অরূপ সরকার। তার দাবি, ২১ জন আবেদনকারী ছিলেন। নিয়ম মেনে তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তাদের মধ্যে থেকেই নিয়োগ করা হবে। স্কুল কর্তৃপক্ষ নিয়োগের জন্য কোনও টাকা নেয়নি। কারও কাছে প্রমাণ থাকলে বিডিওকে অভিযোগ জানাতে পারেন। 
এ ব্যাপারে হেমতাবাদের বিডিও সুদীপ পাল বলেন, আমি ওই স্কুলের বিষয়ে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত হবে।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা