বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

বালুরঘাট হাসপাতালে মেডিসিন ও সার্জিক্যাল বিভাগে বাড়তে চলেছে ১০০ বেড, খুশি রোগীরা

সংবাদদাতা, পতিরাম: পরিষেবার মানোন্নয়নে বালুরঘাট জেলা হাসপাতালে বাড়তে চলেছে ১০০ বেড। হাসপাতালের মেল ও ফিমেল মেডিসিন এবং সার্জিক্যাল ওয়ার্ডে এই বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্যদপ্তর। হাসপাতাল সূত্রে খবর, চলতি মরশুমে রোগীদের ব্যাপক চাপ থাকায় বেড বাড়ানোর কথা ভাবছিল কর্তৃপক্ষ। বিশেষ করে মেডিসিন ওয়ার্ডে রোগীর সংখ্যা ছিল অনেকটাই বেশি। ফলে বেডের সংখ্যা বৃদ্ধি করতে আর দেরি করেনি কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই দুই বিভাগে জায়গা দেখার কাজ শেষ। দ্রত বেড আনার ব্যবস্থা করা হচ্ছে। একইসঙ্গে চিকিৎসক সঙ্কট মেটানোর দিকেও নজর দিচ্ছে হাসপাতাল ও জেলা স্বাস্থ্যদপ্তর। 
মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, বালুরঘাট জেলা হাসপাতালে আমরা বেড বাড়াচ্ছি। মেডিসিন বিভাগেই বেশি দেওয়া হবে। পাশাপাশি সার্জিক্যালেও বেড বাড়ছে। জ্বর, সর্দি, কাশি নিয়ে রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে। তাই এই মরশুমেই বেড বাড়ানোর সিদ্ধান্ত।
জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগের কথায়, আমাদের হাসপাতালে মূলত মেডিসিন ওয়ার্ডে রোগীর চাপ বেশি থাকে। সর্দি, কাশির মরশুম হওয়ায় সংখ্যা আরও বাড়বে। তাই বেড বাড়াতে চলেছি আমরা। চিকিৎসক সঙ্কটের কথা স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে।
জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ৭৭০টি বেড রয়েছে। আগে মেল ও ফিমেল মেডিসিন ওয়ার্ড মিলিয়ে ৮০টি বেড ছিল। কিন্তু ওই বিভাগে বেড বাড়িয়ে ১২০ করা হয়। এখন আরও ১০০টি বেডের অধিকাংশ মেডিসিন ওয়ার্ডে থাকবে। গত বছর জ্বর, সর্দির মরশুমে ব্যাপক ভিড় হয়েছিল। পর্যাপ্ত বেড না থাকার কারণে একটি বেডে দুই বা তার বেশিজনকে রেখে চিকিৎসা করা হয়েছিল। পরিষেবা দিতে কালঘাম ছুটেছিল হাসপাতাল কর্তৃপক্ষের।
দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিক্যাল কলেজ নেই। তাই বালুরঘাট জেলা হাসপাতালের ওপরে চাপ বেশি থাকে। রোগীদের সুবিধার জন্য এবার মেডিসিন ওয়ার্ডকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। সার্জিক্যালে পর্যাপ্ত বেড থাকলেও অস্ত্রোপচারের  সংখ্যা বাড়ছে। তাই ওই বিভাগেও  কিছু বেড দেওয়া হবে।
এবিষয়ে বালুরঘাটের এক শিক্ষক অপূর্ব মণ্ডল বলেন, বেডের অভাব রয়েছে। গত বছর আমরা দেখেছি মেডিসিন ওয়ার্ডে দুই বা তিনজন রোগীকে রাখা হয়েছিল। এবছর সেই সমস্যা থাকবে না বলে আশা করছি। কিন্তু এই হাসপাতালে চিকিৎসকের সঙ্কটও মেটানো দরকার।
6Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা