উত্তরবঙ্গ

সাঁকো বানায়নি পঞ্চায়েত, চাঁদা তুলে বাঁশ ফেলে শুরু পারাপার

সংবাদদাতা, আলিপুরদুয়ার: পঞ্চায়েত অফিসে স্মারকলিপি দেওয়ার পরও সাঁকো হয়নি। তাই নিরুপায় হয়ে আলিপুরদুয়ার-১ ব্লকের বিবেকানন্দ-২ পঞ্চায়েতের দক্ষিণ জিৎপুরের বাসিন্দারা চাঁদা তুলে বুধবার ডিমা নদীতে বাঁশ ফেলে সাঁকো বানালেন। গ্রামবাসী ও স্থানীয় পঞ্চায়েত সদস্যের অভিযোগ, এবার পঞ্চায়েত ভোটে দক্ষিণ জিৎপুরের ওই বুথে বিরোধী দল সিপিএম জিতেছে। সেজন্যই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ সাঁকো তৈরিতে গড়মসি করছে। যদিও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ এই অভিযোগ ঠিক নয় বলে জানিয়েছে। 
দক্ষিণ জিৎপুরের পঞ্চায়েত সদস্য মৌসুমি দাস বলেন, ডিমাতে সাঁকো করে দেওয়ার দাবিতে গ্রামের লোকজনকে নিয়ে কয়েকদিন আগেই পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছি আমরা। কিন্তু, আমি বিরোধী দলের বলে তৃণমূল পরিচালিত  পঞ্চায়েত সাঁকো বানিয়ে দিল না। 
যদিও বিবেকানন্দ-২ পঞ্চায়েতের প্রধান রমা তির্কে বলেন, এই অভিযোগ একেবারেই ঠিক নয়। আসলে আর্থিক কারণে দক্ষিণ জিৎপুরে ডিমা নদীতে সাঁকো তৈরি করতে দেরি হচ্ছে। তাছাড়া নদীতে এখন অনেক জল। জল কমলেই সাঁকো তৈরি হবে। ওই পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব দেবনাথ জানান, উন্নয়নের কাজে তাঁদের পঞ্চায়েত কোনওরকম ভেদাভেদ করে না। আসলে এখন ভরা বর্ষায় সাঁকো বানিয়ে দিতে সমস্যা হচ্ছে। বর্ষার পরে নদীতে জল কমলেই ডিমাতে সাঁকো তৈরি করা হবে। 
তবে ঠিক সাঁকো নয়। নদী ভরা থাকার কারণে আপাতত গ্রামবাসীরা এদিন বাঁশ ফেলে নদী পারাপারের একটা ব্যবস্থা করেছেন। এজন্য গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে বাঁশ কিনেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁশ কিনতে গ্রামবাসী দু’হাজার টাকা চাঁদা তুলেছেন। সেই টাকায় বাঁশ কিনেছেন এদিন। ডিমা নদীর ওপাড়ে দক্ষিণ জিৎপুর গ্রামটি। গ্রামের হাজার হাজার বাসিন্দা  শুখা মরশুমে নদী পেরিয়ে দৈনন্দিন কাজে জেলা সদর আলিপুরদুয়ার ও রেল জংশনে আসেন। কিন্তু, ডিমাতে পাকা সেতু না থাকায় বর্ষায় বিপাকে পড়তে হয় গ্রামের লোকজনকে। 
যদিও দক্ষিণ জিৎপুরে ওই নদীতে প্রতিবছর শুখা মরশুমে পঞ্চায়েত থেকেই সাঁকো তৈরি করে দেওয়া হয়। এবছরও শুখা মরশুমে সাঁকো বানিয়ে দিয়েছিল  পঞ্চায়েত কর্তৃপক্ষ। কিন্তু, দু’সপ্তাহ আগে ডিমার জলের তোড়ে সেই সেতু ভেসে যায়। তারপরই নদী পারাপারে বিপাকে পড়েছেন বাসিন্দারা।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা