বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

সিএনজি বাস পরিষেবা চালু নিগমের কোচবিহার-শিলিগুড়ি রুটে নামানো হল দু’টি গাড়ি

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: একই দিনে দু’টি সিএনজি বাস রাস্তায় নামাল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। কোচবিহার-শিলিগুড়ি রুটে চলবে গাড়ি দু’টি। সোমবার এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় কোচবিহারে সিএনজি বাসের উদ্বোধন করেন। 
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, তারা মোট ৩০টি সিএনজি বাস কিনেছে। তারমধ্যে দু’টি বাস সম্প্রতি কোচবিহারে এসে পৌঁছয়। বাসের নম্বর পাওয়া সহ অন্যান্য কাজপত্র প্রস্তুত করতে কয়েকদিন সময় লাগল। এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল। ৩০টি বাসের বরাত দেওয়া হলেও নির্মাণ সংস্থা বাকি ২৮টি সিএনজি বাস পুজোর আগেই ডেলিভারি দেবে বলে নিগম সূত্রে খবর। ওসব বাস এলে উত্তরবঙ্গের বিভিন্ন ডিপোয় তা পাঠানো হবে। পরবর্তীতে সেই অনুসারে রুট বানিয়ে রাস্তায় নামানো হবে। এনবিএসটিসি জানিয়েছে, শিলিগুড়ি-কলকাতা রুটের পাশাপাশি কোচবিহার-কলকাতা রুটেও আগামী দিনে সিএনজি বাস চলাচল করবে। এদিন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, ১৩ কোটির বেশি টাকা সিএনজি বাসের জন্য বরাদ্দ হয়েছে। মোট ৩০টি সিএনজি বাসের অর্ডার আমরা দিয়েছি। তারমধ্যে দু’টি বাস চলে এসেছে। আপাতত এই বাস দু’টি রাস্তায় নামানো হল। বাকি বাস দুর্গাপুজোর আগেই আমরা পেয়ে যাব। ধীরে ধীরে পরিবেশবান্ধব বাস আমরা বিভিন্ন ডিপো থেকে চালু করব। এখন বাসগুলি ডিজেলে চলে। জ্বালানি খরচ অনেকটাই। সিএনজি বাসে তুলনামূলকভাবে খরচ কমবে। এতে নিগমের আয় বৃদ্ধি পাবে। 
কিছুদিন আগেই এনবিএসটিসি’র কোচবিহার ডিপোয় নিয়ে আসা হয় এই সিএনজি বাস দু’টি। তখন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিমবাবু পরির্দশন করে গিয়েছিলেন। তখনই তিনি জানিয়েছিলেন লোকসভা ভোটপর্ব মিটে গেলে রাস্তায় নামানো হবে বাস দু’টি। ভোট মিটে গিয়েছে, অদর্শ নির্বাচনী আচরণ বিধিও উঠে গিয়েছে। তাই এদিন বাস দু’টি রাস্তায় নামানো হল। 
এদিন এনবিএসটিসি’র কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে এসে সিএনজি বাস দু’টির উদ্বোধন করেন তিনি। সিএনজি বাস এলেও এনবিএসটিসি’র নিজস্ব কোনও সিএনজি রিফিলিং স্টেশন নেই। তাই স্থির হয়েছে কোচবিহারের পুন্ডিবাড়িতে একটি সিএনজি রিফিলিং স্টেশন থেকেই আপাতত গ্যাস রিফিলিং করা হবে। নিজস্ব স্টেশন বানাতে এনবিএসটিসি তাদের ডিপোর ফাঁক জমিগুলি চিহ্নিত করেছে। সেখানে ধাপে ধাপে সিএনজি রিফিলিং স্টেশন বানাবে। নিজস্ব রিফিলিং স্টেশন হলে সেখানে নিগমের বাস সহ অন্যান্য বেসরকারি গাড়িও নির্দিষ্ট খরচে সিএনজি রিফিলিং করতে পারবে। এদিকে, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম কর্মী সমস্যায় ভুগছে। নানা কারণে কিছু বাস বসিয়ে রাখা হয়েছে। এর মধ্যেই নিগম যতটা সম্ভব আয় বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার সিএনজি বাসের সংখ্যা বৃদ্ধি পেলে নিগমের আয় বৃদ্ধি পাবে। 
 নিজস্ব চিত্র
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা