বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

বিজেপিতে ধস, পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতিদের তৃণমূলে যোগ

সংবাদদাতা, দেওয়ানহাট: লোকসভা ভোটে বিজেপির ভরাডুবির পর কোচবিহার জেলার পাশাপাশি দিনহাটাতেও ধস নেমেছে বিজেপি শিবিরে। কোচবিহার লোকসভা আসন শাসকদল তৃণমূল পুনরুদ্ধার করতেই জেলাজুড়ে গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার হিড়িক পড়েছে। বিজেপির পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি থেকে শুরু করে বিজেপির মণ্ডল নেতৃত্ব তৃণমূলে যোগ দিচ্ছেন। সোমবার সকালে দিনহাটা-২ ব্লকের বুড়িরহাট-২ পঞ্চায়েতের বিজেপির চারজন পঞ্চায়েত সদস্য, একাধিক বুথ সভাপতি সহ বিজেপির ২৫ নম্বর মণ্ডলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ শতাধিক বিজেপি কর্মী-সমর্থক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের দিনহাটার বাড়িতে গিয়ে তৃণমূলে যোগ দেন। বুড়িরহাট পঞ্চায়েতের যে চার সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তাঁরা হলেন, অঞ্জলি রায়, সারাথী বর্মন, গৌতম বর্মন ও জানকী রায়। ওই চার পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় বিরোধীশূন্য হল বুড়িরহাট-২ পঞ্চায়েতটি। এদিন বিজেপির ২৫ নম্বর মণ্ডল সম্পাদক দেবব্রত রায়, মণ্ডল সাধারণ সম্পাদক মুক্তার রায়, তফসিলি মোর্চার ব্লক সভাপতি পূর্ণ বর্মন, বুথ সভাপতি বাপ্পা বর্মন, কামিনীকান্ত রায়, গণেশ বর্মন সহ আরও একাধিক বুথ সভাপতি সহ প্রায় ১০০ জন বিজেপির কর্মী-সমর্থক মন্ত্রীর বাড়িতে গিয়ে তাঁর হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেন। দেবব্রত রায় তৃণমূলে যোগ দেওয়ার পর বলেন, লোকসভা ভোটের ফল প্রমাণ করেছে মানুষ তৃণমূলের উন্নয়নের সঙ্গে আছে। তাই আমরাও সেই উন্নয়নে শামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। অন্যদিকে, রবিবার রাতে দিনহাটার-২ ব্লকের আবুতারা হাইস্কুলের মাঠে তৃণমূলের কর্মিসভায়  গোবরাছড়া-নয়ারহাট অঞ্চলে প্রায় দেড়শো পরিবারের ৩০০ জন বিজেপির বুথ ও অঞ্চল স্তরের নেতা-কর্মী তৃণমূলে যোগ দেন। উদয়ন গুহের হাত থেকে দলের পতাকা নিয়ে বিজেপির নেতা-কর্মীরা তৃণমূলে যোগ দেন। 
মন্ত্রী বলেন, গ্রামে এখন একটা হিড়িক পড়েছে তৃণমূলে যোগদানের। আমরা কারও উপর জোরজুলুম করছি না। ভয়ও দেখাচ্ছি না। কেউ এমন অভিযোগ করলে না জেনে বলছেন। দলের অঞ্চল স্তরের নেতৃত্বের সঙ্গে কথা বলে দলে নেওয়া হচ্ছে। তবে যাদের বিরুদ্ধে এলাকায় গুরুতর অভিযোগ আছে, তাদের আমরা নেব না। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, ভয়ভীতি দেখিয়ে দল ভাঙনো হচ্ছে। মানুষ সময় হলে এসবের জাবাব দেবে।  মন্ত্রী উদয়ন গুহর হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপির নেতা-কর্মীরা। নিজস্ব চিত্র
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম ধনোযোগ পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্রে দিনটি ভালো বলা যায়। কাজকর্মে শুভফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা