উত্তরবঙ্গ

রাস্তা হয়নি, করণদিঘিতে ভিক্টরকে ঘিরে বিক্ষোভ

স্বপন পাল, করণদিঘি: প্রতিশ্রুতির পাঁচ বছর পরও হয়নি গ্ৰামের রাস্তা। বাসিন্দারা ঠিক করে রেখেছিলেন, প্রার্থীরা ভোট চাইতে এলেই ঘেরাও করা হবে। শনিবার সকালে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আলি ইমরান রমজ (ভিক্টর) ওই এলাকায় প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন। তাঁর পথ আটকে প্রচারে বাধা দিলেন গ্ৰামবাসী।
শনিবার করণদিঘি বিধানসভার আলতাপুর ১ নং গ্ৰাম পঞ্চায়েতের নয়াটোলা গ্ৰামের ঘটনা। স্থানীয় বাসিন্দা মফিজউদ্দিন বলেন, পাঁচ বছরে এলাকায় কোনও রাজনৈতিক দলের নেতা আসেনি। বাড়ির সামনের রাস্তা ২০১৭ সালে বন্যায় ভেঙে যায়। তাই গ্ৰামের রাস্তা তৈরি না করলে কোনও নেতা, প্রার্থীকে প্রচার করতে দেব না।
নয়াটোলা গ্ৰামের ঢোকার মুখেই ভিক্টরের গাড়ি আটকে বিক্ষোভ‌ দেখাতে শুরু করেন বাসিন্দারা। নয়াটোলা গ্ৰামে ঢোকার জন্য দু’দিক থেকে রাস্তা আছে। বাসিন্দাদের অভিযোগ, করণদিঘির বিধায়ক গৌতম পাল নারকেল ফাটিয়ে পথশ্রী প্রকল্পে রাস্তার উদ্বোধন করে গিয়েছিলেন। দু’দিকের রাস্তা কিছুটা হলেও ১০০ মিটারের কাজ হয়নি। তার জন্য চরম দুর্ভোগ হচ্ছে ৫০টি পরিবারের সদস্যদের। একাধিকবার বিডিও অফিস সহ বিধায়ক, পঞ্চায়েতে জানিয়েও কাজ হয়নি বলে জানিয়েছেন গ্ৰামবাসী। প্রচারে বাধার মুখে পড়ে হুডখোলা গাড়ি থেকে নেমে মফিজউদ্দিন সহ বিক্ষোভরত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ভিক্টর। তিনি বলেন, নয়াটোলা গ্ৰামে নাগর নদীর পাড়ের রাস্তার পরিস্থিতি ভালো নয়। পথশ্রী প্রকল্প থেকে রাস্তা করছে রাজ্য সরকার। বাস্তবে সেই রাস্তাগুলি নিম্নমানের সামগ্ৰী দিয়ে তৈরি হচ্ছে। নয়াটোলা গ্ৰামে ৫০টি পরিবারের বাড়ির সামনের রাস্তা তৈরি করেনি শাসকদল। সেজন্যই গ্ৰামবাসী রাস্তা তৈরির দাবি জানিয়ে প্রচারে বাধা দিয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলেছি। লোকসভা ভোটে জিতলে গ্ৰামের রাস্তা করে দেওয়া হবে।
করণদিঘির বিধায়ক গৌতম পালকে কটাক্ষ করে ভিক্টর বলেন, বিধায়ক তৃণমূলের, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদও তাদের দখলে। কিন্তু এলাকার বাসিন্দাদের সমস্যা বিধায়ক শোনেন না। সাধারণ মানুষকে ভয় দেখানো, কাটমানি নেওয়াই তাঁদের কাজ।
ভিক্টরের অভিযোগ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি বিধায়ক গৌতম পাল। তবে তাঁর মন্তব্য, ওই গ্রামের রাস্তার জমি নিয়ে সমস্যা হয়েছিল। ভোটের পর কাজ হয়ে যাবে। করণদিঘি ব্লকেই পথশ্রী প্রকল্পে সবচেয়ে বেশি রাস্তার টেন্ডার হয়েছে।
স্থানীয় পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য সেফাত আলির কথায়, নয়াটোলা গ্ৰামে কয়েকজন গ্ৰামবাসী কাজ করতে বাধা দিয়েছেন। নিজস্ব জমির উপরে দিয়ে রাস্তা যাচ্ছে, তাই বিডিও ও পঞ্চায়েত অফিসে লিখিতভাবে অভিযোগ করেছিলেন তাঁরা। সেজন্য ঠিকাদারি সংস্থা ওই রাস্তার কাজ করতে চায়নি। এরপর বিডিও অফিস সহ ভূমি দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে রাস্তার মাপজোখ করা হয়। ভোট ঘোষণার জন্যই ঠিকাদার সংস্থা কাজ করছে না। ভোট মিটলে ওই রাস্তার কাজ শুরু হবে।  ভিক্টরের প্রচার গাড়ি ঘিরে বিক্ষোভ। - নিজস্ব চিত্র।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা