উত্তরবঙ্গ

শালবাড়িতে মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে জোর প্রস্তুতি

সংবাদদাতা, ময়নাগুড়ি: আগামী মঙ্গলবার ময়নাগুড়ির পশ্চিম শালবাড়িতে নির্বাচনী সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে তিনি ময়নাগুড়িতে সভা করবেন। দলের সুপ্রিমোর এই সভা ঘিরে উৎফুল্ল তৃণমূল শিবির। প্রশাসনের পক্ষ থেকেও জোর তৎপরতা শুরু হয়েছে। পশ্চিম শালবাড়ি এলাকার যে মাঠে মমতা আসবেন, শনিবার বিকেল নাগাদ সেখানে হেলিকপ্টারের ট্রায়াল রান হয়। কোথায় মুখ্যমন্ত্রীর সভামঞ্চ হবে, কোথায় পার্কিং জোন হবে তা নিয়ে একটি ম্যাপ তৈরি করে পুলিস প্রশাসন। ১৯ এপ্রিল জলপাইগুড়ি আসনে নির্বাচন। ইতিমধ্যেই জলপাইগুড়ি আসন জেতার লক্ষ্যে তৃণমূল জোরদার প্রচার শুরু করেছে। ২০১৯ এর লোকসভা নির্বাচনে আসনটি তৃণমূলের হাত থেকে বিজেপি দখল করে। এবার তা পুনরুদ্ধার করতে তৃণমূলের উঁচু স্তর থেকে নীচুস্তরের নেতা-কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। কিছুদিন আগেই ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আসছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী কী নির্দেশ দেন সেদিকে তাকিয়ে রয়েছেন নেতা-কর্মীরা। এবিষয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক চঞ্চল সরকার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যতবার খুশি আসুন। বাস্তবে লাভ কিছুই হবে না। গত বছরের তুলনায় আমাদের এবারে মার্জিন আরও বাড়বে। তার প্রমাণ ধূপগুড়িতে নরেন্দ্র মোদির সভায় আমরা পেয়ে গিয়েছি। তৃণমূলের ময়নাগুড়ি-১ নম্বর সাংগঠনিক ব্লকের সভাপতি মনোজ রায় বলেন, আমাদের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে মুখ্যমন্ত্রী আসছেন। আমাদের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সভায় প্রচুর লোক সমাগম হবে। তৃণমূলের ময়নাগুড়ি-২ ব্লক সম্পাদক কার্তিক চন্দ্র রায় বলেন, মুখ্যমন্ত্রীর সভাস্থলের পিছনে ভিআইপি পার্কিং জোন করা হচ্ছে। পাশাপাশি শালবাড়ি এলাকায় আমাদের বেশকিছু ফাঁকা মাঠ রয়েছে। সেখানে কর্মীদের গাড়ি পার্কিং 
করা হবে।  ফাইল চিত্র
5Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা