উত্তরবঙ্গ

শরীর আর চলে না, ধার মিটিয়ে ডাক্তার দেখাব শ্রমের সম্মান পেয়ে স্বস্তি দেলজানের

সংবাদদাতা, শীতলকুচি: ‘দিদি কথা দিলে কথা রাখেন’। ১০০ দিনের কাজের বকেয়া টাকা পেয়ে এমনটাই বললেন শীতলকুচির পশ্চিম শীতলকুচি গ্রামের বাসিন্দা দেলজান বেওয়া। তাঁর ভরসা ছিল, দিল্লির সরকার টাকা না দিলেও গরিব মানুষের শ্রমের দাম দেবে বাংলার সরকার। সেটাই হয়েছে। তাই বকেয়া মজুরি পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। দেলজান জানান, অসুস্থ শরীরে ১০০ দিনের কাজ করেছিলাম। ভেবেছিলাম, মজুরি পেলে ডাক্তার দেখাব। কিন্তু, টাকা আটকে দেয়নি কেন্দ্র। বাধ্য হয়ে ধারদেনা করে টাকা জোগাড় করে ডাক্তার দেখাই। এবার ওই ধারদেনা মেটাব। দেলজানের ব্যাঙ্ক আক্যাউন্টে দু’টি খাতে একশো দিনের কাজের টাকা ঢুকেছে। একটি খাতে ২ হাজার ৯৮২ টাকা এবং অন্যখাতে ৩ হাজার ১২২ টাকা অর্থাৎ মোট ৬ হাজার ১০৪ টাকা পেয়েছেন তিনি। কিছু ধার মেটানোর পাশাপাশি আর একবার ডাক্তার দেখাবেন বলে জানান দেলজান। কয়েক বছর আগে স্বামী মারা যান। এক মেয়ে ছিল, বিয়ে দিয়েছেন। এখন বাড়িতে ছেলে, বউমা আর দুই নাতি, এক নাতনি নিয়ে সংসার দেলজানের। ছেলে মিস্ত্রির কাজ করে সংসারের কিছুটা হাল ধরেছেন। যদিও তাতে অভাব ঘোচেনি। ১০০ দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার পর অন্যের বাড়িতে কাজ করে যতটা পারেন, ছেলের হাতে টাকা তুলে দেন।  
২০২০-’২১ অর্থবর্ষে ১০০ দিনের কাজে রাস্তা, পুকুর খননের কাজ করেছিলেন দেলজান। কিন্তু, এতদিন সেই কাজের মজুরি মেলেনি। ফলে ওই টাকা পাওয়ার আশা একপ্রকার ছেড়েই দিয়েছিলেন। দেলজান বলেন, কিছুদিন আগে রাজ্য সরকার ঘোষণা করে, ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়া হবে। তারপর টিভিতে একদিন দেখেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কেন্দ্র টাকা দেয়নি। কিন্তু তিনি আমাদের কাজের বকেয়া মজুরি মেটাবেন। একথা শুনেই মনে আশা জাগে তাঁর। পঞ্চায়েত অফিসের সামনে বসা ক্যাম্পে গিয়ে ফর্ম পূরণ করেন। জমা দেন যাবতীয় নথি। তারপরই গত মঙ্গলবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়ার মেসেজ ঢোকে।  নিজস্ব চিত্র 
6Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা