উত্তরবঙ্গ

১৬টি গ্রাম পঞ্চায়েতে মাত্র দু’জন কেপিএস

সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি ব্লকের ১৬টি পঞ্চায়েত এলাকায় কাজ করছেন মাত্র দু’জন কৃষি প্রযুক্তি সহায়ক বা কেপিএস। অন্যদিকে স্থায়ী কৃষি আধিকারিক নেই ব্লক কৃষিদপ্তরে। যিনি চার্জে রয়েছেন, তিনি অবশ্য চেষ্টা করেন প্রতিদিনই একবার করে অফিসে ঢুঁ মারার। কিন্তু, ১৬টি পঞ্চায়েতে দু’জন কেপিএস থাকায় ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কৃষকদের। তাঁদের অভিযোগ, গ্রামে কৃষি প্রযুক্তি সহায়কদের দেখা পাওয়া যাচ্ছে না। অফিসে গিয়েও দেখা মিলছে না। তাই কৃষিকাজ সংক্রান্ত পরামর্শ মিলছে না। 
কৃষি প্রযুক্তি সহায়কের সংখ্যা কম, এটা স্বীকার করে নিয়েছেন জলপাইগুড়ি মহকুমা কৃষি আধিকারিক পাপিয়া ভট্টাচার্য। তিনি বলেন, ময়নাগুড়িতে ১৬টি পঞ্চায়েতে অন্তত ১৪ জন কেপিএস প্রয়োজন। কিন্তু, কিছু করার উপায় নেই। যে লোকবল রয়েছে, আমাদের হাতে তা দিয়েই যতটা পারছি, কৃষকদের কাছে পৌঁছচ্ছি। ময়নাগুড়ি ব্লকে স্থায়ী কৃষি আধিকারিকও নেই। সবটাই উপর মহলে জানানো আছে। ময়নাগুড়িতে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন ৩৩ হাজারের মতো চাষি। কৃষক বন্ধু প্রকল্পের বাইরেও প্রচুর কৃষক আছেন ব্লকে। এখন আলুর মরশুম শুরু হয়েছে। এই সময় আলুর গাছের নানা সমস্যা দেখা দেয়। কৃষিজমিতে কোনও সমস্যা হলে চাষিরা কৃষি প্রযুক্তি সহায়কের দেখা পান না। ময়নাগুড়ি কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, কেপিএস’রা কৃষকদের সমস্যা সমাধানের জন্য এগিয়ে যান। কোনও জমির ফসল নিয়ে কোনও সমস্যা হলে তার প্রতিকার কীভাবে হবে, কী কীটনাশক দিতে হবে তা কৃষি প্রযুক্তি সহায়ক কৃষকদের বোঝান। কিন্তু, ব্লকের বিভিন্ন প্রান্তের কৃষকদের অভিযোগ কোনও সমস্যা হলেই কৃষি প্রযুক্তি সহায়কদের অফিসে গিয়েও দেখা পাওয়া যায় না। ময়নাগুড়ির দোমোহোনির চাষি ইউনিস আলম বলেন, চাষবাস করার সময় কৃষিজমিতে নানা সমস্যা দেখা দেয়। কয়েক বছর আগে কৃষি প্রযুক্তি সহায়কদের দেখা পাওয়া যেত। তাঁরা আমাদের কৃষি কাজে নানাভাবে সহায়তা করতেন। কিন্তু, এখন তাঁদের দেখাই পাওয়া যায় না। ব্যাঙকান্দির কৃষক তপন রায় বলেন, কেপিএসদের গ্রামে আসতে দেখি না। আমারা নিজেদের মতো করে চাষবাস করছি। প্রয়োজন হলে রাসায়নিক সার ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ নিই।
12Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মরশুমি রোগের ভোগান্তিতে স্বাস্থ্যহানির যোগ প্রবল। কাজকর্মে কিছুটা আলস্য ভাব আসতে পারে। বিদ্যায় উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা