উত্তরবঙ্গ

জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূল-নির্দল সংঘর্ষ

সংবাদদাতা, ইসলামপুর: জমি বিবাদকে কেন্দ্র করে শুক্রবার তৃণমূল কংগ্রেস ও বিক্ষুব্ধ তৃণমূল (নির্দল) গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল গোয়ালপোখর থানার সিলিয়া এলাকায়। সংঘর্ষে গুলি, বোমা চালানোর অভিযোগও উঠেছে। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই ওই এলাকায় তৃণমূল ও নির্দল দুই প্রার্থীর গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। নির্বাচনে জয়ী হয় তৃণমূল প্রার্থী মহম্মদ ইসলাম। বিক্ষুব্ধ নির্দল প্রার্থী মহম্মদ এনামুল পরাজিত হন। নির্বাচন শেষ হলেও এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়েছিল। একটুকরো জমি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে অনেক দিন থেকেই বিবাদ চলছিল। 
অভিযোগ, এনামুল গোষ্ঠীর একজন ওই জমিতে হলুদ চাষ করছেন। এদিন সেই চাষে বাধা দেয় মহম্মদ ইসলামের গোষ্ঠীর লোকজন। এতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। গুলি ও বোমাও চলেছে বলে অভিযোগ। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন জখম হন। তিনজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এক কিশোর জখম হয়েছেন। দুষ্কৃতীদের বোমার আঘাতে তার পা জখম হয়েছে। এবং বাকিদের বিহারের কিষানগঞ্জের বিভিন্ন নার্সিংহোমে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিস জানিয়েছে, ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা তৃণমূলের গোয়ালপোখর ব্লক সভাপতি গোলাম রসুল ওরফে মণি বলেন, এই এলাকাকে অশান্ত করতে কংগ্রেস নেতৃত্ব উস্কানি দিয়ে সংঘর্ষ করাচ্ছে। এদিনের ঘটনায় আমাদের তৃণমূলের কয়েকজন জখম হয়েছেন। নির্দলেরও কয়েকজন জখম হয়েছেন। পুলিস প্রশাসনকে বলেছি দল না দেখে যারা দোষী, তাদের গ্রেপ্তার করতে।
অন্যদিকে, কংগ্রেস নেতা নাসিম এহসান বলেন, এই ঘটনায় কংগ্রেসের কোনও যোগ নেই। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এদিকে নির্দল গোষ্ঠীর সখিনা বিবি বলেন, নির্বাচনের সময় আমরা নির্দলের সমর্থনে ছিলাম। সেসময় থেকেই অশান্তি। এদিন ফের নির্দলদের উপর হামলা চালিয়েছে তৃণমূলের লোকজন।
পুলিস সুপার জসপ্রীত সিং বলেন, জমি নিয়ে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল। পুলিস ঘটনাস্থলে গিয়েছিল। ওই ঘটনায় আমরা ১০ জনকে গ্রেপ্তার করেছি।  সংঘর্ষের পর সিলিয়া এলাকায় পুলিসের টহল। - নিজস্ব চিত্র।
12Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা