হ য ব র ল

হরেকরকম হাতের কাজ: বাক্সের উপর পাটের নকশা 
কমলিনী চক্রবর্তী

আজকাল আমরা কোনও কিছু ফেলে দেওয়ার আগে দু’বার ভাবি না। কিন্তু ধরো যদি সেই ফেলনা দিয়েই যদি একটু কাজের জিনিস বানিয়ে নেওয়া যায়! তাহলে কেমন হবে? এই জিনিসটা একেবারেই সাধারণ, কিন্তু কাজে লাগবে নানারকম। শুধু তাই নয়, জিনিসটা তৈরি করাও খুব সহজ। আজকের হাতের কাজের নাম বাক্সের উপর পাটের নকশা। এই কাজটাই তোমাদের শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তিনি বললেন, অভিনব একটা বাক্স তৈরি হবে তা-ই শুধু নয়, এই কাজের মাধ্যমে মনোসংযোগও বাড়ানো যাবে অনায়াসে। তাছাড়া সব কিছুই যে কাজে লাগানো যায়, সেটাও শিখবে বাচ্চারা এই হাতের কাজের মধ্যে দিয়ে।  তবে তার আগে জেনে নিতে হবে কী কী লাগবে এই বাক্সটা তৈরি করতে।
উপকরণ: একটা টিস্যু বক্স, পাটের দড়ি, আঠা, পোস্টার কালার।
পদ্ধতি: টিস্যু পেপার ফুরিয়ে গেলে বাক্সটা না ফেলে রেখে দাও। তার মাঝখানের ফাঁকটা কাচি দিয়ে কেটে একটু বড় করে নাও। এমন মাপে মাঝখানটা কেটো যাতে টুকটাক জিনিস ঢোকানো এবং বের করা যায়। এবার গোটা বাক্সটার গায়ে নিজের পছন্দের পোস্টার কালার দিয়ে রং করে নাও। রং করার পর তা পুরোপুরি শুকিয়ে নাও। এবার পাটের দড়িগুলো নানা মাপে কেটে নাও। মাঝখানের ফাঁকের চার পাশ টিউব আঠা দিয়ে লাগিয়ে নাও। তারপর তার চারপাশ দিয়ে পাটের দড়িটা ভালো করে পেঁচিয়ে নাও।  আঠার উপর পাটের দড়ি পেঁচালে তা সুন্দরভাবে লেগে থাকবে। একটা নকশাও হবে। এবার বাকি পাটের দড়ি দিয়ে ছোট ছোট গোল পেঁচাও। সেগুলোর দুটো মুখে অল্প আঠা লাগিয়ে তা জুড়ে নাও। আঠা লাগানো থাকলে তা আর খুলবে না। এবার পাটের গোল্লাগুলো বাক্সের ধার দিয়ে লাগিয়ে নকশা তৈরি কর। দেখবে, অন্যধরনের একটা বাক্স তৈরি হবে। তার ভেতর রুমাল, মাথার ক্লিপ, গার্টার সহ হরেক জিনিস রাখতে পারবে। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা