বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

বাড়ি বাড়ি জল পরিষেবা: যাবতীয় মুশকিল আসানে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার

সৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা: বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা সংক্রান্ত সবরকম মুশকিল আসানে বিশেষ অ্যাপ আনছে রাজ্য সরকার। জলের লাইনের সংযোগ সহ যাবতীয় প্রয়োজনে সরাসরি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে এই অ্যাপ। পরীক্ষামূলকভাবে আপাতত নদীয়ার করিমপুর ১ নম্বর ব্লকে অ্যাপটি চালু করা হবে বলে জানা গিয়েছে। কারণ, এই ব্লকে প্রতিটি বাড়িতে জলের সংযোগ দেওয়ার কাজ শেষ। পেয়েছে ‘সজল ব্লক’-এর তকমাও। তারপরও  যদি কোনও বাসিন্দার কিছু প্রয়োজন হয় জানার, তিনি এই অ্যাপে বিষয়বস্তু লিখে পাঠিয়ে দিতে পারবেন। আধিকারিকরা সেটি যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেবেন। 
গত ৪ জানুয়ারি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক বৈঠকে এই অ্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন জেলাকে এই ব্যাপারে অবগত করা হয়েছে। সূত্রের খবর, অ্যাপের কাজ অনেকটাই হয়ে গিয়েছে। ব্লকে চালুর আগে ‘ট্রায়াল রান’ করে কার্যকারিতা দেখে নেওয়া হবে। তারপরই নদীয়ার ওই ব্লকের বাসিন্দাদের জন্য অ্যাপটির সূচনা হবে। দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এই ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের ৬৭টি গ্রামের মোট ৪৬ হাজার ৭৫৩টি  বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে। এই ব্লকে অ্যাপটি মানুষের সমস্যা নিরসনে কার্যকরী হলে ধাপে ধাপে গোটা রাজ্যেই তা চালু করা হবে বলে জানা গিয়েছে।
আধিকারিকরা জানিয়েছেন, যে কেউ বিনামূল্যে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এর মাধ্যমে কর্তৃপক্ষকে কিছু জানাতে গেলে সংশ্লিষ্ট নাগরিকের আধার ও ফোন নম্বর যাচাই করা হবে। তারপরই তাঁর দেওয়া বার্তা বা অভিযোগ নথিভুক্ত হবে। ৪৮ ঘণ্টার মধ্যে যাবতীয় সমস্যার সমাধান করবেন সংশ্লিষ্ট আধিকারিকরা। গোটা প্রক্রিয়ায় নজরদারি চালাবেন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। কতটা সুবিধা হবে বাসিন্দাদের? দপ্তরের দাবি, কোনও প্রয়োজনে আর এদিক-ওদিক ছুটতে হবে না। ঘরে বসে মোবাইল হাতে নিয়ে অ্যাপে একটি বার্তা পাঠিয়ে দিলেই হবে। 
14d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা