বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

ন’দিন পর উদ্ধার বাবলা খুনে ব্যবহৃত অস্ত্র

নিজস্ব প্রতিনিধি, মালদহ: ইংলিশবাজার শ্যুট আউটের ন’দিন পর উদ্ধার হল খুনে ব্যবহৃত অস্ত্র। পলাতক আততায়ী কৃষ্ণ রজক ওরফে রোহনের খোঁজে ভিনরাজ্যে যাচ্ছে তদন্তকারীদের একটি দল। খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে বলে রাজ্য পুলিস জানিয়েছে। 
রাজ্য পুলিস সূত্রে খবর, রোহনের কাছে একটি স্মার্ট ফোন রয়েছে। তবে সেই স্মার্ট ফোনে কোনও সিমকার্ড নেই। বিভিন্ন সময় বিভিন্ন ওয়াইফাই জোনে গিয়ে হোয়াটসঅ্যাপে ঘনিষ্ঠদের সঙ্গে সে যোগাযোগ করছে। কোনও একটি ওয়াইফাই জোন ব্যবহার করার পর দ্বিতীয়বার সে ওই নেটওয়ার্ক ব্যবহার করছে না। ইতিমধ্যেই বেশকিছু আইপি অ্যাড্রেসের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। বিহার পুলিসের রেকর্ডেও রোহন একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। মালদহের পাশাপাশি সে বিহারেও সুপারি নিয়ে একাধিক অপরাধমূলক কাজ করেছে।
এদিকে ইংলিশবাজারে শ্যুট আউটের ন’দিন পরও অধরা দুই আততায়ী মহানন্দা কলোনির বাসিন্দা বাবলু যাদব ও কৃষ্ণ রজক ওরফে রোহন। ইতিমধ্যেই তাদের খোঁজ পেতে দু’লক্ষ টাকা করে মোট চার লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে মালদহ পুলিস। তাদের খোঁজে পুলিসের চারটি দল ভিনরাজ্যে তল্লাশি চালাচ্ছে। কিন্তু তদন্তকারীদের চোখে ধুলো দিতে বারবার ডেরা বদল করছে কুখ্যাত দুই দুষ্কৃতী। পুলিস সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি ও নেপাল হয়ে তারা উত্তরপ্রদেশে পালিয়েছে। 
এদিকে বাবলা সরকার খুনের ঘটনায় গ্রেপ্তার টিঙ্কু ঘোষ, শামী আখতার ও অভিজিৎ ঘোষকে নিয়ে শুক্রবার অস্ত্রের খোঁজে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। উদ্ধার হয় খুনে ব্যবহৃত একটি নাইন এমএম পিস্তল, দু’টি ওয়ান শটার পিস্তল, সাতটি তাজা কার্তুজ সহ খুনের সময় আততায়ীদের ব্যবহৃত পোশাক ও জুতো। যদিও কোথা থেকে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়েছে তদন্তের স্বার্থে পুলিস তা গোপন রেখেছে। ইতিমধ্যেই এই ঘটনায় প্রাক্তন তৃণমূল নেতা নন্দু তেওয়ারি সহ মোট সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিস। শুক্রবার নন্দু তিওয়ারির তিন দিনের পুলিসি হেফাজত শেষ হয়। এদিন তাকে ফের আদালতে পেশ করে আরও পাঁচ দিনের হেফাজত চেয়ে আবেদন করে পুলিস। মালদহ জেলা আদালতের সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল বলেন, বিচারক নন্দু তিওয়ারি ও স্বপন শর্মাকে আরও পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ধৃত সাত জনের কণ্ঠস্বর পরীক্ষা করাতে আদালতের অনুমোদন চেয়েছে পুলিস।
14d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা