রাজ্য

ডি ফার্ম পরীক্ষায় ঢালাও টুকলি, উঠছে প্রশ্ন ফাঁসের অভিযোগও

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ ও কলকাতা: সরকারি পলিটেকনিকে সিট ফেলেও লাভ হয়নি। উল্টে সেখানেই ঢালাও টুকলির অভিযোগ উঠল ডিপ্লোমা ইন ফার্মেসির (ডি ফার্ম) প্রথম সেমেস্টারের পরীক্ষায়। শুধু তাই নয়, উঠেছে প্রশ্ন ফাঁসের অভিযোগও। হুগলির আরামবাগ, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে পরীক্ষা ঘিরে এদিন উত্তাল হয়েছে কলেজ চত্বর। প্রসঙ্গত, এতদিন হোম সেন্টারে পরীক্ষা হলেও এ বছর বেসরকারি ডি ফার্ম কলেজগুলির পড়ুয়াদের সিট ফেলা হয়েছে সরকারি পলিটেকনিকে। তাতেও অবশ্য টুকলি ঠেকানো যায়নি। 
আরামবাগের ভাটার মোড়ে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে পরীক্ষা চলছিল। বাসিন্দাদের অভিযোগ, পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র মোবাইলে চলে আসছে। পরীক্ষা কেন্দ্রের থেকে কিছু দূরে আরামবাগ বর্ধমান রাজ্য সড়কের ধারে একটি দোতলা ঘরের আন্ডারগ্রাউন্ড রুমে রীতিমতো প্রিন্টার মেশিন নিয়ে এসে তা থেকে নকল করা হচ্ছিল। যদিও প্রশ্ন ফাঁস নিয়ে প্রশাসনিকভাবে কোনও বিবৃতি পাওয়া যায়নি। 
গত কয়েকদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বিষয়টি। এদিন পরীক্ষা শুরুর আগে স্থানীয় বাসিন্দারা সেখানে ক্ষোভ প্রকাশ করেন। তারপর অবশ্য সেই ঘরে থাকা ব্যক্তিদের প্রশ্ন করা হলে সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে তাঁরা ছুটে পালিয়ে যান। পরে খবর পেয়ে আরামবাগ থানার পুলিস সেখানে পৌঁছয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিনের ঘটনা ঘিরে অবশ্য কলেজ কর্তৃপক্ষ বা কেউ থানায় কোনও অভিযোগ করেননি। হুগলি গ্রামীণের পুলিস সুপার কামনাশিস সেন বলেন, তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ব্যাপারে আরামবাগ গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ অরূপকুমার রায়কে একাধিকবার ফোন করা হলেও তিনি তা ধরেননি। এসএমএসেরও উত্তর দেননি। আরামবাগের মহকুমা শাসক রবি কুমার বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। 
বীরভূমের সিউড়ি রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠে অন্য বিতর্ক সৃষ্টি হয়। সেখানে পরীক্ষা দিতে আসা ছাত্রীরা অভিযোগ করেন, দেহ তল্লাশির নামে তাঁদের গোপনাঙ্গে হাত দেওয়া হয়েছে। যদিও দায়িত্বে থাকা মহিলা পুলিসকর্মী বা ওই পলিটেকনিকের অধ্যক্ষ এমন অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী তল্লাশি করা হয়েছে। মেয়েদের কাছ থেকে প্রচুর পরিমাণে টুকলির কাগজ উদ্ধারও হয়েছে। আবার মুর্শিদাবাদে কয়েকজন পরীক্ষার্থীর খাতা আরএ করা নিয়ে পরিস্থিতি উত্তাল হয়। বেসরকারি কলেজগুলির সংগঠন ইউনাইটেড ফোরামের সভাপতি তপন বেরা বলেন, ছাত্রীদের সম্ভ্রমহানি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এর বিরুদ্ধে কারিগরি ভবন অভিযান করা হবে। 
8d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা