রাজ্য

কৃষকের থেকে ধান কেনার ব্যবস্থা দালাল-মুক্ত করার নির্দেশ নবান্নের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চাষির কাছ থেকে সরকারের ধান কেনার সময় দালালের উপস্থিতি সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দিল নবান্ন। চাষি যাতে তাঁর ন্যায্য প্রাপ্য পান, তা নিশ্চিত করতে বলা হয়েছে। ধান কেনা নিয়ে শুক্রবার নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। ছিলেন খাদ্যদপ্তরের শীর্ষ কর্তারা। জেলাশাসকরা এবং খাদ্যদপ্তরের জেলার অফিসাররা যোগ দেন ভার্চুয়ালি। বৃহস্পতিবার বিধানসভায় মুর্শিদাবাদের বিধায়ক বায়রন বিশ্বাস ধানক্রয়ে অনিয়মের অভিযোগ সরাসরি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী তখনই মুখ্যস঩চিবকে বিষয়টি নিয়ে উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। বিধায়কের অভিযোগ ছিল, ধান ক্রয়কেন্দ্রে দালাল চক্রের কারণে চাষিরা বঞ্চিত হচ্ছেন। চাষির ৫ কেজি ধানের দাম কেটে নেওয়ার কথা শুনে মুখ্যমন্ত্রী তাঁর ক্ষোভ ব্যক্ত করেন। 
এদিনের বৈঠক থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ধান ক্রয়কেন্দ্রের মধ্যে বা তার আশপাশ থেকে দালালদের হটাতেই হবে। নজরদারি বৃদ্ধিতে বাড়াতে হবে সিসিটিভির সংখ্যা। দায়িত্বপ্রাপ্ত অফিসারকেও বিশেষভাবে সক্রিয় থাকতে হবে। এজন্য প্রশিক্ষণ দিতে হবে তাঁদের। দালাল চক্র সক্রিয় থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধান ক্রয়কেন্দ্রে নজরদারিতে যেতে হবে ডিএম-এসপি’কেও। জেলার বৈঠকে থাকবেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা। 
সরকারি সূত্রে খবর, কী মানের ধান নেওয়া হবে তা নির্দিষ্টভাবে বলা থাকে। যেমন ধানে আর্দ্রতার মাত্রা ১৭ শতাংশ পর্যন্ত থাকলে তা ঠিক আছে বলে ধরা হয়। আবার ধুলোসহ বিভিন্ন ধরনের অশুদ্ধি কতটা থাকলে তা নির্দিষ্ট মানের বলে ধরা হবে, তাও ঠিক করা আছে। ধান পরীক্ষায় এগুলি বেশি মাত্রায় থাকলে ওজন থেকে অনুপাতিক হারে বাদ তা দেওয়া হয়। এই প্রক্রিয়ায় নানারকম প্রভাব খাটিয়ে চাষিকে বঞ্চিত করা হয় বলে অভিযোগ মেলে। রাইস মিল মালিক সংগঠনের কার্যকরী সভাপতি আব্দুল মালেক জানান, কোনও মালিক প্রভাব খাটান, এমনটা তাঁরা চান না। কিন্তু রাইস মিলকেও নির্ধারিত মানের ধান দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। এজন্য ক্রয়কেন্দ্রে ধান ঝাড়াই মেশিন বসানোর দাবি জানিয়েছেন মিল মালিকরা। 
এদিকে ভিন রাজ্যে আলু পাঠানো শুক্রবার বন্ধ ছিল। পরবর্তী সিদ্ধান্ত নিতে, আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকদের সংগঠন আজ, শনিবার এক বৈঠকে বসে পরিস্থিতি পর্যালোচনা করবে। হিমঘরে  আলু রাখার মেয়াদ আজই শেষ হচ্ছে। তা বৃদ্ধির জন্য কোনও সরকারি নির্দেশিকা শুক্রবার পর্যন্ত জারি হয়নি।
8d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা