রাজ্য

নিয়োগ মামলায় সাময়িক স্বস্তি কালীঘাটের কাকুর! 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে এখনই তাঁর ওপর কঠোর পদক্ষেপে নিষেধাজ্ঞা জারি করেছে। এদিনও সিবিআইয়ের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আদালত। 
২০২৩ সালে সুজয় ভদ্রকে গ্রেপ্তার করে ইডি। বর্তমানে জেলে রয়েছেন। তাঁর জামিন সংক্রান্ত মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ। এর মধ্যেই তাঁকে হেফাজতে নিতে আদালতে আবেদন জানিয়েছে সিবিআই। তারপরই আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কালীঘাটের কাকু। শুনানিতে এদিনও সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে ডিভিশন বেঞ্চ। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ‘সিবিআইয়ের তদন্তকারী অফিসার কি লোকাল পুলিসের সাব ইনসপেক্টর? নিয়োগ দুর্নীতির তদন্ত কীভাবে করতে হয়, আইও কি এটাও জানেন না? আইওয়াশ হচ্ছে? বাদ দিয়ে দিন এইসব অফিসারদের।’ 
এরপরই বেঞ্চ মৌখিক নির্দেশে জানিয়েছে, এখনই সুজয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা যাবে না। সিবিআইয়ের আইও ওয়াসিম আক্রম খানকে দু’সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে। তিন সপ্তাহ পর ফের আগাম জামিন মামলার শুনানি হবে। এদিকে, নির্দেশ থাকা সত্ত্বেও শুক্রবার সুজয়কে বিচার ভবনের বিশেষ আদালতে হাজির করেনি জেল কর্তৃপক্ষ। জেলের তরফে রিপোর্ট আসে, তিনি অসুস্থ। 
8d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা