রাজ্য

হোমগার্ড ও সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের প্রশিক্ষণ দিতে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগ

শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: হোমগার্ড এবং সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স বা স্বেচ্ছাসেবকদের জন্য আইনে শীঘ্রই উল্লেখযোগ্য বদল আসতে চলেছে। পশ্চিমবঙ্গ পুলিস সূত্রের খবর, বিভিন্ন রাজ্যের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই ব্যাপারে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। তাতে রয়েছে তাঁদের বেতন বৃদ্ধির সঙ্গে পুলিসের দৈনন্দিন কাজকর্মে যুক্ত করার বিষয়টি। এর পাশাপাশি তাঁদের সুরক্ষার উপরেও জোর দেওয়া হয়েছে। আগামী চার-পাঁচ মাসের মধ্যেই বিষয়টি কার্যকর করার ইঙ্গিত দিয়েছে দিল্লি। পাশাপাশি, সমস্ত রাজ্যকে পরিকাঠামো তৈরির উপর জোর দিতে বলেছে কেন্দ্র। 
হোমগার্ড এবং সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের কোনও পাকা চাকরি নয়। কাজের বিনিময়ে তাঁরা দৈনিক মজুরি পান। ডিউটিতে অনুপস্থিতির দরুন তাঁদের বেতন কেটে নেওয়া হয়। চাকরি শেষেও তাঁরা পেনশন বা এককালীন মোটা অর্থও পান না। সরকারি কর্মীরা যেসকল সুযোগ-সুবিধা পান তা থেকেও তাঁরা বঞ্চিত। অথচ জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন। এই কারণে হোমগার্ড ও সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের বিভিন্ন মহলে ক্ষোভ রয়েছে। শুক্রবার অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ পুলিস ওয়েফেয়ার কমিটির রাজ্য সম্মেলনে হোমগার্ড এবং সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের দাবি-দাওয়াগুলি পূরণের জন্য নেতৃত্ব সরব হন। 
অক্টোবরে গুজরাতে একটি কনফারেন্সে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হোমগার্ড ও সিভিল ডিফেন্সের চার্টার বা সনদে বদল আনা দরকার। দীর্ঘ পঞ্চাশ বছরে এতে কোনও পরিবর্তন করা হয়নি। কোন কোন জায়গায়, কী ধরনের সংশোধন জরুরি তা নিয়ে সমস্ত রাজ্যের কাছে মতামত চাওয়া হয়। কয়েকদিন আগেই সেসব দিল্লিতে পৌঁছেছে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্য তাঁদের স্থায়িত্ব, বেতনবৃদ্ধি এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহারে প্রশিক্ষণ প্রদানের প্রস্তাব দিয়েছে। আগামী দিনে সমস্ত ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের কথা মাথায় রেখেই, তাঁদের যাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার শেখানো যায় তার প্রস্তাব দিয়েছে রাজ্যগুলি। একইসঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক ডিউটি এবং ট্রাফিকের কাজে তাঁদের ব্যবহারের জন্য পৃথক প্রশিক্ষণ প্রদানের উপর জোর দিতে চাইছে সব রাজ্য। 
সূত্রের খবর, রাজ্যগুলির প্রস্তাবে কেন্দ্রও সহমত হয়েছে। এর জন্য দু’শো কোটি টাকা বরাদ্দ করবে দিল্লি। ওই টাকা বিভিন্ন রাজ্যের মধ্যে ভাগ করে দেওয়া হবে। উদ্দেশ্য, হোমগার্ড ও সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের জন্য পরিকাঠামো নির্মাণ এবং তাঁদের পেশাগত প্রশিক্ষণ প্রদান। এজন্য আলাদা প্রশিক্ষণ কেন্দ্র গড়ারও ভাবনা রয়েছে রাজ্যের।  
3d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা