রাজ্য

আর জি কর দুর্নীতি মামলা: সন্দীপ সহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা সিবিআইয়ের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর দুর্নীতি মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ পাঁচজনকে অভিযুক্ত দেখিয়ে শুক্রবার আদালতে চার্জশিট জমা দিল সিবিআই। নিজের প্রভাব খাটিয়ে সন্দীপ কীভাবে আর জি করে টেন্ডার পাইয়ে দিতেন, আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে জমা পড়া চার্জশিটে সেকথাই উল্লেখ করেছে কেন্দ্রীয় এজেন্সি। 
অভয়ার খুন ও ধর্ষণ কাণ্ডের পর আর জি করে আর্থিক দুর্নীতির বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়। এরপর সিবিআইয়ের তদন্তভার পায়। এই মামলায় গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘোষ, তার নিরাপত্তারক্ষী আফসার আলি খান, সুমন হাজরা, বিপ্লব সিং ও ডাক্তার আশিস পান্ডেকে। সকলের নামই রয়েছে চার্জশিটে। চার্জশিটে সিবিআই জানিয়েছে, আর জি করে ওষুধ, বিভিন্ন সামগ্রী কেনা সহ একাধিক জায়গায় দুর্নীতি হয়েছে। অত্যন্ত নিম্নমানের ওষুধ এসেছে হাসপাতালে। যে পরিমাণ ওষুধ আসার কথা, তা হাসপাতালে আসেনি। যে সমস্ত যন্ত্রপাতি কেনার কথা বলা হয়েছে, সেগুলির একটা বড় অংশ হাসপাতালে ঢোকেনি। অথচ তারজন্য বিল পেমেন্ট হয়ে গিয়েছে। চার্জশিটে সিবিআইয়ের দাবি, বিভিন্ন জিনিস কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া পুরো নিয়ন্ত্রণ করতেন তদানীন্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।  অন্য সংস্থাকে টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণই করতে দেওয়া হতো না বলে অভিযোগ আনা হয়েছে। সন্দীপ তাঁর ঘনিষ্ঠ সুমন হাজরা ও বিপ্লব সিংকে টেন্ডার পাইয়ে দিয়েছেন। পাশাপাশি প্রাক্তন অধ্যক্ষ ঘনিষ্ঠ ডাক্তার আশিস পান্ডে এই দুর্নীতিতে জড়িত রয়েছেন। দুর্নীতি করে আসা টাকায় বিপুল পরিমাণ সম্পত্তি করা হয়েছে। সেগুলি নিয়েও তদন্ত চলছে। একইসঙ্গে বিভিন্ন ডিজিটাল ডিভাইস পাওয়া গিয়েছে, যেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য গিয়েছে। সিবিআই চার্জশিট দিলেও কগনিজেন্স নেওয়া যায়নি।  সন্দীপ ঘোষ সরকারি কর্মী হওয়ায় এক্ষেত্রে সরকারের অনুমোদন লাগে। সিবিআইয়ের তরফে সরকারের কাছে আবেদন করা হলেও তা এখনও আসেনি। এরমাঝে ৯০ দিন পূরণ হয়ে যাচ্ছে ডিসেম্বরের প্রথমেই। চার্জশিট জমা না পড়লে অভিযুক্তদের জামিন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অনুমতি না এলেও নির্দিষ্ট সময়সীমার আগেই চার্জশিট জমা দিল সিবিআই।
14d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা